করোনার কোপে জগন্নাথ দেবের রথযাত্রায় আমূল পরিবর্তন

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাসের কোপে চলতি বছর একের পর এক বাতিল হয়েছে নানান সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, জমায়েত আরও কতকি। সবকিছুতেই জনসমাগমকে দূরে সরিয়ে কেবলমাত্র রীতি মেনে চলেছে অনুষ্ঠান। ঠিক তেমন রথযাত্রা ক্ষেত্রেও হতে চলেছে আমূল পরিবর্তন। দেশের অন্যান্য জায়গার মতো জগন্নাথ দেবের রথযাত্রাতেও পরিবর্তন আসন্ন।

Advertisements

Advertisements

রথযাত্রা মানেই ওড়িশার পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা বিশ্ব বিখ্যাত। কিন্তু এবছর রথযাত্রা হলেও হবে না কোনরকম লোকারণ্য।লক্ষ লক্ষ মানুষের সমাগম হওয়া এই রথযাত্রায় এবার ভক্তরা মাটিতে লুটিয়ে প্রণাম করতে পারবেন না। করোনা ভাইরাসের প্রকোপের কারণে এবছর বাতিল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। তবে প্রথা মেনে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে রথে চাপানো হলেও মন্দির চত্বরের বাইরে তারা বেরোবেন না বলে জানা গিয়েছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে এবার মন্দির চত্বরে পরিদর্শন করবেন। পাশাপাশি উল্টোরথের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

Advertisements

শুধু রথযাত্রার নয় ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি বড় বড় অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ হয়েছে মানস সরোবর যাত্রা, বন্ধ হয়েছে অসমের অম্বুবাচীর মহোৎসব।আর ওড়িশার রথযাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উড়িষ্যা সরকার ও মন্দির কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। আগামী ২৩ শে জুন রথযাত্রা উৎসব থাকলেও এখন থেকেই সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, জগন্নাথ দেবের রথ এবছর রাস্তায় বের হবে না, ঘুরবে মন্দির চত্বরেই। উল্টো রথের ক্ষেত্রেও একই নির্দেশিকা।

জগন্নাথ দেব যে রথে শহর পরিদর্শন করেন সেই রথ অক্ষয় তৃতীয়ার দিন থেকেই তৈরি করা শুরু হয়ে যায়। কিন্তু করোনাভাইরাসের জেরে এবছর রথ তৈরীর কাজ শুরু হয়নি। অন্যদিকে ওড়িশার আইন মন্ত্রী জানিয়েছেন, লকডাউন উঠে যাওয়ার পরেও রথ তৈরি হলেও তা পথে নামানো হবে না। আবার ওড়িশা সরকার মন্দির কমিটির উপর সিদ্ধান্তের শেষ ভার ছেড়ে দিলেও মন্দির কমিটি জানায়, বর্তমান পরিস্থিতিতে দেশের ও মানুষের কথা ভাবতে হবে। আগে মানুষের বেঁচে থাকা তারপর পরম্পরা। তাই মন্দির চত্বরেই হবে এ বছর রথযাত্রা।

Advertisements