Purulia Tour: এবারে পুরুলিয়া ভ্রমণে চাপ বাড়বে পকেটে, বন দফতরের নির্দেশিকায় হতাশ পাহাড়প্রেমীরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Purulia Tour: সকল মানুষের চিন্তাভাবনা সমান হয় না। তেমনি সকলের প্রিয় জিনিসও এক হয় না। কেউ খাদ্যপ্রেমী হয় তো কেউ ভ্রমণপ্রেমী। তবে আজকের এই প্রতিবেদন ভ্রমণপ্রেমীদের জন্য। বিশেষত যারা চলতি বছরে শীতকালীন ভ্রমণে পুরুলিয়া ট্রিপের (Purulia Tour) পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। জানানো হয়েছে এক জরুরী বিজ্ঞপ্তি। যা পুরুলিয়া বন দফতর তরফে নোটিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে। কি সেই নতুন খবর?

Advertisements

প্রসঙ্গত শীতকালীন ভ্রমণে অনেকেই পর্বত আরোহণের জন্য পুরুলিয়া ট্রিপ বেছে নেন। বিশেষ করে পাহাড়প্রেমীরা শীত পড়লেই কম খরচে পুরুলিয়া যাওয়ার পরিকল্পনা করেন। পাশাপাশি শিক্ষামূলক ভ্রমণের জন্য বহু স্কুল-কলেজ তাদের পড়ুয়াদের পুরুলিয়া নিয়ে যাওয়ার আয়োজন করেন। এছাড়াও নানা পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্রগুলিও পর্বত আরোহণের জন্য পুরুলিয়াতে প্রশিক্ষণের আয়োজন করে থাকেন। কিন্তু পুরুলিয়া বন দফতরের নতুন নির্দেশিকায় হতাশায় পড়েছেন সকলে। কারণ নির্দেশিকায় জানানো হয়েছে পুরুলিয়া ভ্রমণের খরচ বৃদ্ধি সম্পর্কে। কোন কোন জিনিসের খরচ বৃদ্ধি করল পুরুলিয়া বন দফতর?

Advertisements

আরো পড়ুন: কম খরচে এই শীতে ঘুরে আসুন গরুমারা থেকে, পর্যটকদের জন্য সরকার খুলছে নয়া বাংলো

সাম্প্রতিক পুরুলিয়া বন দফতর তরফে জারি করা নোটিশে জানানো হয়েছে পুরুলিয়ায় রাত্রিযাপন থেকে শুরু করে ট্রেকিং সহ সমস্ত খরচ সম্পর্কে। যেখানে দেখা যাচ্ছে প্রায় সমস্ত কিছুতেই পূর্বের তুলনায় রেট বাড়িয়েছে পুরুলিয়া বন দফতর। পুরুলিয়া বন দফতর তরফে জারি করা নোটিশে জানানো হয়েছে এতদিন পর্যন্ত ট্রেকিংয়ের জন্য সব বয়সের মানুষদের খরচ পড়তো মাথাপিছু ২০ টাকা। তবে পর্বতারোহণের জন্য মাথাপিছু খরচ পড়বে ১৫০ টাকা। ১৬ বছরের কম বয়সীদের জন্য ৭৫ টাকা মাথাপিছু।

Advertisements

আরো পড়ুন: শীতের মরশুম শুরু হতেই ভিড় বাড়তে শুরু করেছে মুর্শিদাবাদে

শুধু তাই না পুরুলিয়ায় পর্বতারোহণ করতে গেলে অনেকেই রাত্রিনিবাস করেন। এক্ষেত্রেও দাম বাড়িয়েছে পুরুলিয়া বন দফতর। প্রতি রাত্রি পিছু তাঁবুতে থাকার জন্য খরচ পড়বে মাথাপিছু ৩০০ থেকে ৫০০ টাকা। পাশাপাশি পাখি দেখা এবং ট্রেকিংয়ের জন্য মাথাপিছু খরচ পড়বে ১৫০ টাকা। আর এই নতুন রেট দেখেই রীতিমতো হতাশ হয়েছেন পাহাড়প্রেমীদের একাংশ। আবার কেউ কেউ বলেছেন এত দাম বাড়ালে পাহাড়ে যাওয়া বন্ধ করে দিতে হবে। তবে যারা খরচ বৃদ্ধির আগেই পুরুলিয়া ভ্রমণের (Purulia Tour) প্ল্যান করে রেখেছেন তাদের বদল আনতে হচ্ছে বাজেটে। সাথে শুরু হয়েছে জোর জল্পনা।

পুরুলিয়া (Purulia Tour) বন দফতরের নোটিশ ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে ভ্রমণপ্রেমীদের মধ্যে। যা বন দফতর অব্দি পৌঁছে গিয়েছে। আর এই খবর শুনেই বন দফতর তরফে জানানো হয়েছে নোটিশে যে খরচের ব্যাখ্যা করা হয়েছে তা ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেমন ভুল? বন দফতর তরফে জানানো হয়েছে পর্বত আরোহণের জন্য খরচ যে ২০ টাকা ছিল তা ৫ টাকা বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। তবে এর সাথে কেউ ডরমেটরিতে থাকতে চাইলে তাকে ১৫০ টাকা খরচ করতে হবে। অপরদিকে রাত্রিনিবাসের জন্য তাঁবুতে থাকলে মাথাপিছু ৩০০ থেকে ৫০০ টাকা পড়বে। তবে বন দফতর তরফে তাঁবু নিলে তবেই খরচ পড়বে। যা নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ না করার কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছে ভ্রমণপ্রেমীদের মধ্যে।

Advertisements