পৌষমেলা ২০১৯, দেখে নিন অনুষ্ঠান সূচি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বছরভর টালবাহানার পর অবশেষে ঐতিহ্য মেনেই এবছর ৭ই পৌষ শুরু হচ্ছে পৌষমেলা। তবে এবার ক্যালেন্ডারের কারসাজিতে ২৩ শে ডিসেম্বরের পরিবর্তে মেলা শুরু হচ্ছে ২৪ শে ডিসেম্বর। ইংরাজি তারিখ পরিবর্তিত হলেও মেলার ঐতিহ্য বা রীতিনীতিতে কোনো পরিবর্তন হচ্ছে না। শুধু ইংরেজি ক্যালেন্ডারের পরিবর্তনে পৌষ মেলার আচার রীতিতে পরিবর্তন হবে খ্রিস্ট উৎসবের দিনের। এমনটাই জানা গিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে।

৭ই পৌষ, বাংলা ১২৫০ সন, যেদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগিশের কাছে ব্রাহ্মধর্মের দীক্ষা নেন। সঙ্গে ছিলেন আরও ২০ জন দীক্ষার্থী। ১২৯৮ সালে দেবেন্দ্রনাথ শান্তিনিকেতনে একটি ব্রাহ্মমন্দির প্রতিষ্ঠা করেন আর ১৩০১ সন থেকে সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি ছোট্ট মেলার আয়োজন করেন। সেই ছোট্ট মেলা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে বাড়তে বিশাল রূপ নেয়। এখন সেই মেলায় লক্ষ লক্ষ মানুষ রাজ্য, দেশের নানান প্রান্তর, বিদেশ থেকে আসেন।

বছরের পর বছর ধরে পৌষমেলা চারদিনের হয়ে থাকলেও বিগত কয়েক বছর ধরে তা ৬ দিনের জন্য আয়োজিত হয়ে আসছিল। তবে এবছর আবার সেই পুরাতন দিন সংখ্যাতেই ফেরৎ। এবছর মেলা হবে ৩+১ দিনের জন্য। তিনদিন মেলা এবং শেষের দিন উঠে যাওয়ার জন্য।

এবারের পৌষমেলার অনুষ্ঠান সূচি

পৌষমেলা আয়োজন করে প্রতিবছর বিশ্বভারতী কর্তৃপক্ষকে পরিবেশ আদালতে পরিবেশ সংক্রান্ত মামলায় ধাক্কা খেতে হয়। সেকারণে এবছর পরিবেশ দূষণ থেকে বাঁচার কথা মাথায় রেখে ইতিমধ্যেই মেলা কমিটি ও বিশ্বভারতী কর্তৃপক্ষ কড়া পদক্ষেপের দিকে হেঁটেছে। পরিবেশের কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গণে ১০০ টির বেশি টয়লেটের ব্যবস্থা থাকছে। পাশাপাশি টয়লেটগুলিকে চিহ্নিত করার জন্য আলাদা করে ব্যবস্থা করা হবে, যাতে করে সাধারণ মানুষ দূর থেকে বুঝতে পারেন এখানে টয়লেট রয়েছে। এছাড়াও তিনি জানান, এবারের মেলার আগে থেকে একটি ব্লুপ্রিন্ট বানানো হবে, যা হয়তো আগে কখনো বানানো হয়নি। নজর থাকছে কাঠের জ্বালানি, প্লাস্টিক ব্যবহার ইত্যাদির দিকে।