Pushpa 2 The Rule: ব্লকবাস্টার পুষ্পা ২-এ বাজিমাত বাঁকুড়ার মেয়ের, রইলো তার আসল পরিচয়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Pushpa 2 The Rule: আল্লু অর্জুন অভিনীত দক্ষিণী ব্লক বাস্টার ছবি পুষ্পা ২! রিলিজের পর থেকেই একেরপর এক রেকর্ড ভেঙে চলেছে বক্স অফিসে। মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে এক হাজার কোটির রেকর্ডের দোর গোড়ায় পৌঁছেছে এই ছবিটি। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের অভিনয় দক্ষতা মন কেড়েছে দর্শকদের। প্রথম দিকে দর্শকদের নজরে এলেও পুষ্পা ১ সিনেমায় অভিনয় করার পর আর পিছন ঘুরে তাকাতে হয়নি অভিনেতাকে।

Advertisements

রিলিজের দ্বিতীয় দিনেই দ্রুত ৫০০ কোটি লাভের ভারতীয় সিনেমা হিসেবে নাম লিখিয়েছে এই পুষ্পা ২ (Pushpa 2 The Rule) সিনেমাটি। এরপর একের পর এক অবাক করা রেকর্ডের সাক্ষী থেকেছে বক্স অফিস। এখনও অবধি পাঁচ দিনে ৯২২ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমাটি। ছবিটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে আট থেকে আশি সব বয়সী মানুষের পছন্দের তালিকায় উঠে এসেছে এই ছবির নাম।

Advertisements

তবে জানেন কি পুষ্পা ২ সিনেমায় রয়েছে বাঁকুড়ার যোগ! অবিশ্বাস হলেও এটাই সত্যি। বাঁকুড়ার মেয়েই গেয়েছে পুষ্পা ২ (Pushpa 2 The Rule) ছবির গান! গানের নাম পিলিংস! পুষ্পা ২ সিনেমার ঝড়ে বাংলাও ভাসছে। তবে বাংলার সাথেই যে এত নিবিড় যোগ রয়েছে এই কথা শুধুমাত্র হাতে গোনা কয়েকজনই জানেন। সিনেমাতে সুর দিয়েছেন লাল পাহাড়ির দ্যাশে যা গানের স্রষ্টা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী। তিনিই মুখ্য গায়িকা হিসেবে পুষ্পা ২ (Pushpa 2 The Rule) সিনেমার বাংলা ডাবিংয়ের পিলিংস গানটি গেয়েছেন। গানটি লিখেছেন শ্রীজাত এবং গলা দিয়েছেন বাঁকুড়ার অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাস! সুর দিয়েছেন দক্ষিণের তারকা সুরকার দেবী শ্রী প্রসাদ!

Advertisements

আরও পড়ুন:Bodyguard of ProsenjitBodyguard of Prosenjit: ২৪ ঘন্টায় লেগে থাকেন প্রসেনজিৎ-এর পিছনে! জানেন এই কাজটি করেই কত টাকা পান ইনি

চোট থেকে বাবার আদর্শে বড় হয়েছেন অর্পিতা। বাঁকুড়ার বেলিয়াতোরে বাঁকুড়ার গান শুনে আর চর্চা করে বড় হয়েছেন তিনি। বাঁকুড়ার ভাদু, টুসু, বাউল এবং লোকগীতির চর্চা করেছেন রীতিমতো। চোট থেকেই বাবাকে গান লিখে মঞ্চস্থ করতে দেখেই বড় হয়েছেন তিনি। অর্পিতা জানিয়েছেন গানের ক্ষেত্রে বাবাই তার অনুপ্রেরণা। ভালবাসা থেকেই শুরু সঙ্গীত চর্চা। এরপর পুষ্পা ২ (Pushpa 2 The Rule) সিনেমার গানে গাওয়ার সুযোগ আছে অর্পিতার কাছে।

শিক্ষাজীবনে কলকাতার রবীন্দ্রভারতী থেকে লোকগান নিয়ে মাস্টার্স সম্পন্ন করেন বাংলা তথা বাঁকুড়ার মেয়ে অর্পিতা। এরপর ঝুমুর গানে করেন পিএইচডি! লোকগানের গানের জগতের এই উজ্জ্বল নক্ষত্র বাঁকুড়ার গর্ব এবার গাইলেন পুষ্পা ২ (Pushpa 2 The Rule) সিনেমার গান। তাঁর এই কৃতিত্বে বাঁকুড়া সহ গোটা বাংলার মানুষ গর্বিত ফলে শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছেন গায়িকা অর্পিতা চক্রবর্তী।

Advertisements