৭ ফুটের অজগর উদ্ধার বীরভূমের সিউড়িতে

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের বিভিন্ন এলাকা থেকে একের পর এক অজগর সাপ উদ্ধার। গত এক বছরে সংখ্যাটা নাই নাই করে ৫০ ছুঁইছুঁই। আর বেশিরভাগ সাপ উদ্ধার হচ্ছে কোন না কোন নদী সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকা থেকে। জনবসতি থাকার কারণে অজগর সাপ দেখেই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। কখনো কখনো সাপের উপর অত্যাচারের মত ঘটনাও ঘটেছে।

মাস কয়েক আগে লোকপুর থানা এলাকার একটি গ্রামে অজগর সাপ উদ্ধার হওয়ার পর তাকে সেলফি তোলা হয়, পরে ওই অজগরটি মারা যায়। যদিও মৃত্যুর কারন স্পষ্ট নয়। সে ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে লোকপুর থানার পুলিশ।

যদিও এবার তেমনটা ঘটেনি, অজগর দেখতে পেয়েই খবর দেওয়া হয় অজয়পুর হাইস্কুলের শিক্ষক ও জাতীয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো সদস্য দীনবন্ধু বিশ্বাসকে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে অজগরটিকে উদ্ধার করেন। সাপটির শারীরিক অবস্থা সম্পূর্ণ সুস্থ থাকায় কিছু পরেই বনদপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে তার পূনর্বাসনের ব্যবস্থা করা হয়।

৭ ফুট লম্বা এই অজগর সাপটি আজ উদ্ধার হয়েছে সিউড়ি থানার অন্তর্গত তিলপাড়া জলাধার সংলগ্ন ময়ূরাক্ষী নদীর তীরে মুদিডাঙ্গাল গ্রামে। দীনবন্ধু বিশ্বাস মহাশয় জানান, সিউড়ি থানার অন্তর্গত ময়ূরাক্ষী নদীর তীরের গ্রামে উদ্ধার হওয়া এই অজগর সাপটির লম্বা ৭ ফুট এবং ওজন প্রায় ৭ কেজি।