QR Code Attendance: স্কুল ফাঁকি মেরে ঘুরতে যাওয়ার দিন শেষ! চালু হল নয়া ব্যবস্থা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পড়াশোনার জন্য বাবা-মা কষ্ট করে পড়ুয়াদের স্কুলে পাঠালেও, অনেক পড়ুয়া রয়েছে যারা স্কুল ফাঁকি দিয়ে এখানে ওখানে ঘুরতে চলে যায়, সিনেমা হলে ভিড় জমায়। তবে এবার এই ধরনের কাজের দিন শেষ। কেননা একটি স্কুলে পড়ুয়াদের উপস্থিতি নিয়ে এমন এক বন্দোবস্ত করলো যাতে করে স্কুল ফাঁকি দিলেই খবর চলে যাবে অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকাদের কাছে।

Advertisements

পড়ুয়াদের স্কুল ফাঁকি দেওয়ার এমন প্রবণতা ঠেকানোর জন্য চালু করা হয়েছে কিউআর কোড অ্যাটেনডেন্স (QR Code Attendance)। এই পদ্ধতির মাধ্যমে পড়ুয়ারা স্কুলে ঢুকেই কিউআর কোড স্ক্যান করতে হবে এবং নিজেদের স্কুলে উপস্থিতির বিষয়টি জানাতে হবে। পড়ুয়ারা ছাড়াও শিক্ষক-শিক্ষিকাদেরও একইভাবে এই পদ্ধতিতে অ্যাটেনডেন্স দিতে হবে।

Advertisements

নতুন এই পদ্ধতি চালু করা হয়েছে যাদবপুরের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছেই থাকা যাদবপুর বিদ্যাপীঠে (Jadavpur Vidyapith)। সরকার অনুমোদিত ওই স্কুলে এখন পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ১৭০০ জন পড়ুয়া রয়েছে। এছাড়াও শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে মোট সংখ্যা ৬৫। এখন প্রত্যেককেই এই পদ্ধতিতে স্কুলে উপস্থিতির বিষয়ে অ্যাটেনডেন্স দিতে হবে। এই স্কুলের প্রাথমিক বিভাগ থাকলেও সেই প্রাথমিক বিভাগে আপাতত এই ব্যবস্থা চালু করা হয়নি।

Advertisements

আরও পড়ুন ? School Summer Vacation: এগিয়ে এলো গরমের ছুটি, বিজ্ঞপ্তি জারি করে দিল শিক্ষা দপ্তর, কবে ফের খুলবে স্কুল!

কিউআর কোড পদ্ধতিতে স্কুলে অ্যাটেনডেন্স দেওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের আই কার্ডে বদল আনা হয়েছে। যে আই কার্ডের মধ্যেই পড়ুয়াদের কিউআর কোড রয়েছে। যখন পড়ুয়ারা স্কুলে ঢুকবে তখন স্ক্যানার মেশিনের মাধ্যমে আই কার্ডের পিছনে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। সফলভাবে স্ক্যান হয়ে গেলেই পড়ুয়াদের উপস্থিতি হবে। পড়ুয়ারা কখন স্কুলে ঢুকেছে এবং কখন বেরোচ্ছে এই সমস্ত তথ্য থেকে যাবে স্কুলের কাছে।

পড়ুয়াদের স্কুলে ঢোকা এবং বের হওয়ার তথ্য স্কুলের কাছে থাকার পাশাপাশি একটি অ্যাপের মাধ্যমে সেই তথ্য মেসেজ আকারে পাঠিয়ে দেওয়া হবে অভিভাবকদের মোবাইল নম্বরে। এছাড়াও অভিভাবকদের কাছে থাকছে একটি ই-ডাইরি। যেখানে সমস্ত তথ্য থাকবে। এই পদ্ধতি চালু হওয়ার ফলে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে অনেক চিন্তা থেকে মুক্ত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements