QR Code in Toto: বর্তমানে শহর এবং শহরাঞ্চলগুলোতে টোটোর দৌরাত্ম লক্ষ্য করা যায়। সিউড়ি পুরসভা এক অভিনব উদ্যোগ নিয়েছে সম্প্রতি। শহরের যান চলাচলব্যবস্থা যাতে আগের থেকে আরো অনেক বেশি সুরক্ষিত এবং সুসংগঠিত হয় তারজন্য টোটো নথিভুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। বীরভূমের সিউড়ি পুরসভা সকলকে চমকে দিয়ে এই উদ্যোগ নিয়েছে। রাস্তায় নামা প্রত্যেকটি টোটোয় কিউআর কোড বসানো বাধ্যতামূলক করা হচ্ছে।
এমন ব্যবস্থা অবশ্য এর আগে কখনোই হয়নি। এই ধরনের উদ্যোগ সম্পূর্ণ নতুন এই রাজ্যে। তাই সকল জেলাকে চমকে দিয়ে বীরভূমের সিউড়ি এগিয়ে গেল কয়েক ধাপ। সিউড়ি পুরসভা সিদ্ধান্ত নিয়েছে যে, সিউড়ি শহর থেকে গ্রাম, সব জায়গার টোটোকেই পুরসভার অধীনে আনা হবে খুব শীঘ্রই। যে সমস্ত টোটো এর অন্তর্ভুক্ত হবে তাদের দেওয়া হবে একটি করে কিউআর কোড (QR Code in Toto)। মঙ্গলবার জেলাশাসক বিধান রায়ের হাত থেকে কয়েক জন টোটোচালকের কিউআর কোড পেয়েছেন।
সিউড়ি পুরসভা এই বিষয়ে আরো জানিয়েছে যে, এইখানেই ক্ষান্ত হচ্ছেনা তারা বরং কিউআর কোডগুলিকে সরাসরি সার্ভারের সঙ্গে সংযুক্ত করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যে, কিউআর কোড নকল করার কোনও আশঙ্কা থাকছে না। এই ব্যবস্থা একবার চালু হয়ে গেলে পুলিশ এবং প্রশাসন খুব সহজেই কিউআর কোড (QR Code in Toto) স্ক্যান করে টোটো এবং টোটোর চালক সম্পর্কে বিস্তারিত সমস্ত তথ্য জানতে পারবেন।
আরও পড়ুন:Toto Fare: পৌষ মেলায় সস্তা হয়ে গেল টোটো, এবার প্রশাসনের নির্দেশে এত টাকাতেই হবে যাতায়াত
ধরুন টোটো চালকের বিরুদ্ধে কোনরকম অভিযোগ রয়েছে কিউআর কোড স্ক্যান করলে সেটাও বেরিয়ে যাবে স্পষ্টভাবে। সিউড়ি পৌরসভা যাত্রীদের দিচ্ছে একাধিক সুবিধা। কিউআরকোড স্ক্যান করলে যাত্রীরা জানতে পারবে নির্দিষ্ট কোনও টোটো সপ্তাহের কোন কোন দিন রাস্তায় নামবে, আধুনিক প্রযুক্তির দ্বারা এইসব তথ্য এখন যাত্রীদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। পুর কর্তৃপক্ষ নিরাপদ এবং সুরক্ষিত যাতায়াত ব্যবস্থা দেওয়ার জন্যই এই ব্যবস্থা নিয়েছে। এই ধরনের ব্যবস্থা স্বচ্ছতা বজায় রাখতে পারবে এমনটাই আশা করছে সকলে।
পুরসভা সূত্রের খবর, টোটোর কিউআর কোড (QR Code in Toto) সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছিল একটি বেসরকারি সংস্থাকে। আগামী ২৫ দিনের মধ্যে শহরের সমস্ত নথিভুক্ত টোটোতেই ওই কোড লাগানো হবে। সিউড়ি পৌরসভার এই উদ্যোগের ফলে অন্যান্য পৌরসভাগুলো সহজেই চালু করতে পারবে এই ব্যবস্থা।