বিমান হোক বা ট্রেন, ভিনরাজ্য থেকে এলেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, ঘোষণা রাজ্যের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের অন্যান্য রাজ্যগুলি বিশেষ করে মহারাষ্ট্র থেকে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরছে। এতে জেলায় জেলায় দ্রুত হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। যা দুঃশ্চিন্তায় ফেলেছে রাজ্য সরকারকে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার জানান, এবার বিদেশ হোক বা দেশের অন্য রাজ্য থেকে বাংলায় প্রবেশ করলে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। সেইসঙ্গে মেনে চলতে হবে সমস্ত রকম স্বাস্থ্যবিধি।

Advertisements

Advertisements

একদিকে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকের প্রবেশ অন্যদিকে আমফান ঘূর্ণিঝড়ের বিপর্যয়ে রাজ্যে সামাজিক দূরত্ব রক্ষার নিয়ম কানুন মানা সম্ভব হচ্ছে না। ফলে বাড়ছে বিপদ।
স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানান, “ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে ১৯ ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে এসেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম কিছুদিন পরে শ্রমিকদের ফেরাতে। আমফান ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। স্বাভাবিক অবস্থা ফেরাতে জোরদার কাজ করছে রাজ্য সরকার। সেই কারণে কিছুটা সময় আমাদের প্রয়োজন ছিল। কিন্তু কিছু কিছু রাজ্য ব্যস্ত হয়ে পড়েছে আমাদের রাজ্যের শ্রমিকদের ফেরাতে। তাই রাজ্যের ভূমি পুত্রদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বসাকুল্যে ২০৬ টি ট্রেন আসবে। প্রতিদিন গড়ে আসবে ১০ টি করে ট্রেন।”

Advertisements

এতে প্রবল চাপ পড়বে সরকারি কোয়ারেন্টাইনগুলিতে বলে মনে করছে রাজ্য সরকার। বাড়বে সংক্রমণের সংখ্যা। সে কথা মাথাই রেখে স্বাস্থ্য পরিষেবায় আরও জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন ভাবে বলা হয়েছে, রাজ্যের জোন অনুযায়ী যে নির্দেশাবলী জারি করা হয়েছে তা আরও কঠোরভাবে মেনে চলতে হবে রাজ্যের সকল বাসিন্দাদের।

Advertisements