একঘেয়েমি কাটাতে লোকাল ট্রেনে বাজবে রবীন্দ্র সঙ্গীত, নয়া নির্দেশিকা ভারতীয় রেলের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত নভেম্বর মাসের ১১ তারিখ থেকে বাংলায় পুনরায় চলাচল করতে শুরু করেছে লোকাল ট্রেন। আর এবার লোকাল ট্রেন যাত্রীদের সুখবর দিলো ভারতীয় রেল। রেলের তরফ থেকে জানানো হয়েছে লোকাল ট্রেনে যাত্রীদের একঘেয়েমি কাটাতে বাজানো হবে রবীন্দ্র সঙ্গীত এবং যন্ত্র সঙ্গীত। পূর্ব রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

Advertisements

রেলের তরফ থেকে এই পরিকল্পনা নেওয়ার কারণ হিসাবে জানানো হয়েছে, যাত্রীদের হাজার ব্যস্ততার মাঝে মন ভালো করার জন্য এমন রবীন্দ্র সঙ্গীত এবং যন্ত্র সঙ্গীত বাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য পরীক্ষামূলক সঙ্গীত বাজানো শুরু করা হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জয় কুমার সাহা জানিয়েছেন, নির্দিষ্ট কয়েকটি ট্রেনের ৮টি কামড়ায় এই পরীক্ষামূলক গান বাজানো চলছে।

Advertisements

তিনি আরও জানিয়েছেন, লোকাল ট্রেনের কামরায় অ্যানাউন্সইং সিস্টেমের মাধ্যমে এই গান বাজানো হচ্ছে। গান বাজানোর মূল উদ্দেশ্য হলো যাত্রীদের মনোরঞ্জন প্রদান করা এবং দীর্ঘ রেলযাত্রাকে সুখকর করা। ধীরে ধীরে এই পরিকল্পনা সমস্ত লোকাল ট্রেনের ক্ষেত্রেই বাস্তবায়িত করা হবে।

বাঙালি সংস্কৃতিকে ভারতীয় রেলের সাথে যুক্ত করার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ রেল যাত্রীরা। তবে বিধানসভা নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত রাজনৈতিক গন্ধ পাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলি। যদিও অন্যান্য রাজনৈতিক দলের এই ধরনের সন্দেহ প্রকাশকে আমল দিতে চায়না বিজেপি।

Advertisements