TVS Apache: লঞ্চ হলো টিভিএস অ্যাপাচের রেসিং এডিশন, জানেন এর দাম কত

Prosun Kanti Das

Published on:

Advertisements

TVS Apache: লঞ্চ হলো টিভিএস অ্যাপাচের রেসিং এডিশন, জানেন এর দাম কত? বর্তমানে ভারতবর্ষে দুই চাকার গাড়ির সংখ্যা এবং চাহিদা দুটোই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষত লকডাউনের সমস্ত যানবাহন যখন বন্ধ ছিল তখন থেকেই এই ব্যক্তিগত দুচাকার গাড়ি ব্যবহার করার প্রবণতা সাধারণের মধ্যে অনেকটা বেড়ে গেছে।। এই মুহূর্তে যতগুলি বাইক বাজারে ব্যবসা করছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় নাম টিভিএস অ্যাপাচে (TVS Apache)। জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা টিভিএসের এই মডেলটি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে গ্রাহকদের কাছে।

Advertisements

টিভিএস অ্যাপাচে আরটিআর ১৬০ (TVS Apache) মূলত একটি স্পোটিং কম্পিউটার বাইক। সম্প্রতি টিভিএসের পক্ষ থেকে লঞ্চ করা হলো টিভিএস অ্যাপাচের নতুন রেসিং এডিশন। আরটিআর ১৬০ লাইন আপের মডেলগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় এবং টপ মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে রেসিং এডিশনটি। এই নতুন গাড়িটি যেমন স্টাইলিশ তেমন শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই গাড়িতে। দামের দিক থেকেও গাড়িটি একেবারেই সস্তা এই গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র ১ লক্ষ ২৮ হাজার ৭২০ টাকা থেকে।

Advertisements

টিভিএস অ্যাপাচের (TVS Apache) নতুন রেসিং এডিশনে ব্যবহার করা হয়েছে চোখ ধাঁধানো কালার কম্বিনেশন। এই গাড়িটি মূলত ম্যাট ব্ল্যাক কালার স্কিমের উপর বেস করে করা হয়েছে। এর উপর রয়েছে গারো লাল এবং ধূসর রঙের গ্রাফিক্সের ছোঁয়া। এই গ্রাফিক্সের অংশটি ব্যবহার করা হয়েছে গাড়ির ফুয়েল ট্যাংক, ফ্রন্ট ফেন্ডার এবং টেইল সেকশনে। গাড়ির চাকায় অ্যালয় হুইলগুলিকে লাল রঙে রঞ্জিত করা হয়েছে। সম্পূর্ণ গাড়ি জুরে লাল কালোর এই মিশেল গ্রাহকদের আকর্ষণ করতে সক্ষম হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Advertisements

আরো পড়ুন: বৈদ্যুতিন গাড়ির উপর রেজিস্ট্রেশন ফি মকুব, দাম কমবে লক্ষাধিক টাকা

টিভিএস অ্যাপাচের (TVS Apache) নতুন রেসিং এডিশনটির সর্বোচ্চ গতিবেগ ১০৭ কিমি প্রতি ঘন্টা। বিশেষ আকর্ষণ হিসেবে এই গাড়িতে ব্যবহার করা হয়েছে গ্লাইড থ্রো টেকনোলজি। এই প্রথম টিভিএসের পক্ষ থেকে কোন গাড়িতে এই টেকনোলজি ব্যবহার করা হলো। এই বৈশিষ্ট্যের কারণেও গ্রাহকদের মধ্যে গাড়িটির প্রতি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে স্মার্ট এক্সোনেক্টের একটি স্মার্টফোন কানেক্টিভিটি সিস্টেম। এর সাহায্যে ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতন স্মার্ট ফিচার্সগুলি উপভোগ করতে পারবেন চালক।

টিভিএস অ্যাপাচের (TVS Apache) পুরনো মডেলগুলির তুলনায় নতুন রেসিং মডেলটিতে ব্রেকিং সিস্টেম আরো অনেক বেশি উন্নত ও আধুনিকভাবে তৈরি করা হয়েছে। রেসিং বাইকের সব থেকে ভালো ফিলিং নিতে চাইলে টিভিএস অ্যাপাচের এই মডেলটি বেশ ভালো। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ফিচার্স পড়ে যদি সম্পূর্ণ বিষয়টি বোঝা নাও যায়, গাড়িটি হাতে পেলে গাড়িটির মাধুর্য বুঝতে পারবেন গ্রাহকরা। যেমন স্পিড, তেমন মাইলেজ, ডিজাইন। তাই আপনিও যদি রেসিং বাইক কিনতে চান, তাহলে আর দেরি না করে টিভিএস অ্যাপাচের নতুন রেসিং মডেলটি বুক করে ফেলুন।

Advertisements