Radisson Hotel is about to open a new branch in this city of West Bengal: বর্তমানে অত্যন্ত লাভজনক ব্যবসাগুলির মধ্যে অন্যতম হোটেল ব্যবসা। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে হোটেল ব্যবসার মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। রাডিশন গ্রুপ অফ হোটেল পশ্চিমবঙ্গে তাদের একটি শাখা উদ্বোধন করতে চলেছে। এসবিএম গ্রুপের সাথে মিলিত উদ্যোগে নতুন এই শাখা খুলবে রাডিসন গ্রুপ। সম্প্রতি এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ২ টি সংস্থার মধ্যেই। নতুন ব্যবসা মানে নতুন কাজের সুযোগও। রাডিসন গ্রুপের নতুন শাখা (Radisson Hotel) বেশ কিছু বেকার যুবক যুবতীর মনে আনন্দের সঞ্চার করেছে। নতুন এই হোটেলটি চালু হলে বেশ কিছু কর্মসংস্থান হবে সেখানে এই আশায় বুক বেঁধেছে রাজ্যবাসীদের একাংশ।
বাগডোগরা বিমানবন্দর, শিলিগুড়ি জংশন এবং নিউ জলপাইগুড়ি রেলস্টেশন অত্যন্ত জনপ্রিয় এবং জনবহুল ৩ টি জায়গা। বর্তমানে দার্জিলিং, গ্যাংটক বা আশপাশের যে কোন জায়গায় যাওয়ার জন্য বেশিরভাগ পর্যটকরা ব্যবহার করে থাকেন নিউ জলপাইগুড়ি রেলস্টেশনটিকে। তাছাড়া এই এলাকাগুলি থেকে যাতায়াত করা যায় নেপাল, ভুটান, বাংলাদেশ ইত্যাদি জায়গায়। তাই এই ৩ টি পরিবহন কেন্দ্রের আশপাশের এলাকাগুলোকে নতুন হোটেল খোলার জন্য বেছে নিয়েছে রাডিসন গ্রুপ। শিলিগুড়ির আশপাশে একাধিক জায়গায় গড়ে উঠতে পারে রাডিসন গ্রুপের নতুন শাখা (Radisson Hotel) এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইতিমধ্যেই। ज्य
দার্জিলিং, গ্যাংটক বা তৎসংলগ্ন এলাকাগুলিতে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে দেখার মত। তাই এখানকার পর্যটন শিল্প অত্যন্ত উন্নত। পর্যটন শিল্পকে কেন্দ্র করে একাধিক ব্যবসা গড়ে উঠেছে এই সমস্ত এলাকায়। তার মধ্যে অন্যতম হোটেল ব্যবসা। রাডিসন গ্রুপ অফ হোটেল এই হোটেল ব্যবসাকে আরও উন্নত পর্যায়ে পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে। পর্যটকদের ভিড় সামাল দিতে অনেক সময় বুকিং পাওয়া যায় না পছন্দমত হোটেলে। সেক্ষেত্রে অত্যন্ত উপকারী হবে রাডিশন গ্রুপের নতুন শাখা (Radisson Hotel)। শুধুমাত্র পর্যটকদের জন্য নয়, যারা ভারত থেকে নেপাল, ভুটান, বাংলাদেশ যাতায়াত করার জন্য শিলিগুড়ি জংশন ব্যবহার করে থাকেন তারাও উপকৃত হবে এই হোটেলগুলির মাধ্যমে। পছন্দসই থাকার রুম খোঁজার জন্য খুব বেশি ঝক্কি ঝামেলা পোহাতে হবে না কাউকেই।
আরও পড়ুন ? Coal Mine in WB: ফের কপাল খুলল বাংলার, রাজ্যের এই জায়গায় চালু হচ্ছে নতুন দুটি কয়লা খনি
তথ্যসূত্র জানা গেছে, রাডিসন হোটেলের নতুন শাখায় (Radisson Hotel New Branch) গেস্ট রুম ও সুইট জাতীয় রুম মিলিয়ে মোট ১৫০ টি রুমের ব্যবস্থা থাকবে। কোন কর্পোরেশ সংস্থা যদি চান তাহলে বড় কোন কনফারেন্স বা মিটিং করার জন্য বেছে নিতে পারেন এই হোটেলকে। কারণ এখানে রয়েছে ১৮০০ বর্গফুটের বিশাল আয়তন একটি কনফারেন্স রুম। সমস্ত অত্যাধুনিক সুযোগ-সুবিধা সহযোগে সজ্জিত এই কনফারেন্স রুমটিতে। এছাড়া থাকবে ফিটনেস্ট সেন্টার বা জিম, স্পা এবং সুইমিং পুলের সুবিধা। আর থাকবে আলাদা বার কাউন্টার, টি কাউন্টার এবং ডাইনিং স্পেসের ব্যবস্থাও। এখানকার খাবার দাবার যে বেশ উন্নত মানের হবে তা আলাদা করে বলে দেবার প্রয়োজন পড়ে না।
দেশ বিদেশ থেকে বহু লোক শিলিগুড়ি জংশন সংলগ্ন এলাকাটি কে ব্যবহার করেন এদিক ওদিক যাতায়াতের জন্য। কেউ পর্যটক হিসেবে আসে, তো কেউ কাজের সূত্রে আবার কেউ আসে ব্যক্তিগত প্রয়োজনে। রেডিসন হোটেলের নতুন শাখা (Radisson Hotel) দ্বারা উপকৃত হবেন সকলেই। শুধু পর্যটক বা বাইরে থেকে যাতায়াত করা লোকেরা নয় উপকৃত হবে স্থানীয়রাও। নতুন ব্যবসা শুরু হচ্ছে মানে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন জনবল। অর্থাৎ সম্ভাবনা রয়েছে। বিপুল আকার কর্মসংস্থানের এই আশায় বুক বেধেছে বেকার যুবক যুবতিরা। এই মুহূর্তে রাডিসন গ্রুপ অফ হোটেলের পশ্চিমবঙ্গে তৈরি হওয়া নতুন শাখা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে প্রায় সকলেই।