Angry Rahul Gandhi: জয় শ্রীরাম শুনেই তেলেবেগুনে রাহুল, তেড়ে গেলেন ভক্তদের! দেখুন ভাইরাল ভিডিও

Rahul Gandhi got angry to hear Jai Shree Ram slogan: অবশেষে দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ অর্থাৎ ২২ শে জানুয়ারি রামলালা প্রতিষ্ঠা পাবেন তার নিজের জন্মভূমি অযোধ্যায় নির্মিত মন্দিরের গর্ভগৃহে। সারা দেশের মানুষ আজ অপেক্ষার মুহূর্ত গুনছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ ক্ষণের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং প্রাণ প্রতিষ্ঠা করবেন রামলালার। তবে এই শুভ মুহূর্তের মাঝেই রাম নামকে কেন্দ্র করে কিছু বিশৃঙ্খল ঘটনার ইঙ্গিত মিলছে দেশের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি ভাইরাল হলো এমনই একটি ভিডিও। বিজেপি নেতা তথা IT সেলের প্রধান অমিত মালব্য পোস্ট করেছেন এই ন্যায় যাত্রার ভিডিও। যাতে দেখা যাচ্ছে রামের নাম শুনে তেলেবেগুনে জ্বলে উঠলেন এই নেতা।

অমিত মালব্যর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Angry Rahul Gandhi) সামনে ভক্তরা জয় শ্রীরাম ধ্বনি দিতেই অত্যন্ত রেগে বাসের ভেতর থেকে বেরিয়ে আসেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে অমিত মালব্য লেখেন “জয় শ্রীরাম এবং মোদী স্লোগান শুনে মেজাজ হারিয়ে ফেললেন রাহুল গান্ধী। এতেই যদি এত কেঁপে যান তাহলে আগামী দিনে জনতার রায় কী ভাবে মেনে নেবেন তিনি? হিন্দু বিরোধী কংগ্রেস যেভাবে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছ তাতে দেশের মানুষ যে তাদের খুব একটা ভালো চোখে নেয়নি তা বোঝা যাচ্ছে। জনগণের প্রতিক্রিয়া কী ভাবে সামলাবেন রাহুল?”

আরও পড়ুন 👉 মোদি, নীতীশ, রাহুল, প্রধানমন্ত্রী হিসেবে মানুষের কাকে পছন্দ

এদিকে রাহুল গান্ধীর (Angry Rahul Gandhi) নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছে যায় অসমের সোনিতপুর জেলার জুমুগুরিহাটে। সেখানেও কংগ্রেসের তরফ থেকে জয়রাম রমেশের গাড়িতে হামলা চালানোর অভিযোগ জানানো হয়। শুধু তাই নয়, কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জানানো হয় ভারতীয় জনতা পার্টির আশ্রিত গুন্ডারা ভারত জোড়ো ন্যায় যাত্রার গাড়ির কাঁচ থেকে পোস্টার ব্যানার খুলে নিয়েছে। এ প্রসঙ্গে জয়রাম রমেশ নিজেও তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন “সোনতিপুরের জুমুগুরিহাট এলাকায় একদল বিশৃঙ্খল BJP-র গুণ্ডা আমার গাড়িতে হামলা চালায়। ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, সেগুলি গাড়ির উইন্ডশিল্ডে লাগানো ছিল। জল ছিটিয়ে দেওয়া হয় গাড়িতে। ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে একাধিক স্লোগান দেওয়া হয়। তবে আমরা ধৈর্য এবং সংযমের সঙ্গে গোটা বিষয়টি সামলাই। গুণ্ডাদের পথের সামনে থেকে সরিয়ে আবার যাত্রার উদ্দেশে গাড়ি রওনা করি।”

জয়রাম রমেশ এবিষয়ে সরাসরি অভিযোগ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিকে। তিনি বলেছেন “এটি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই হয়েছে। তবে আমদের যাত্রা এর জেরে থমকে যাবে না। আমাদের সৈনিকরা এগিয়ে যাবেন।” কংগ্রেসের কমিটির কমিউনিকেশন কোঅর্ডিনেটর মহিমা সিং আবার এ বিষয়ে বলেছেন “পুলিশকে খবর দেওয়া হয়েছে। সুপারিন্টেনডেন্ট ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আমাদের যাত্রা কভার করছে যে ভ্লগার তাঁর ক্যামেরা, ব্যাজ এবং অন্যান্য সামগ্রী কেড়ে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া টিমের সদস্যদের হেনস্থা করা হয়েছে। BJP-র গুণ্ডারা আমাদের বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে। ভ্লগারের ক্যামেরা এবং অন্য সামগ্রী ফেরত দিতে অস্বীকার করছে গুণ্ডারা।”