Rahul Roy: প্রথম ছবি আশিকী সুপার ডুপার হিট! তারপরেও কেন হারিয়ে গেলেন রাহুল

Rahul Roy disappeared even after the first film became a super duper hit: বলিউড ইন্ডাস্ট্রিতে বহু নায়ক নায়িকা নিজেদের কেরিয়ার গড়তে আসেন কিন্তু সফলতা পান মুষ্টিমেয় কয়জনই। ৯০ এর দশকে “আশিকি” সিনেমা রোমান্টিক সিনেমার ইতিহাসে যেন এক নতুন নজির গড়েছিল। আজও এই নামটি বলিউড ইন্ডাস্ট্রিতে স্বর্ণাক্ষরে লেখা। সিনেমাটির কাহিনী থেকে শুরু করে গান সবকিছু যেন মুগ্ধ করেছিল দর্শকদের। সিনেমাটির জুটি সম্পর্কে নিশ্চয়ই আপনাদের মনে আছে? অন্যতম সেরা হিট ছবির নায়ক নায়িকা ছিলেন রাহুল রায় (Rahul Roy) আর অনু আগরওয়াল। বর্তমানে বহু রোমান্টিক, কমেডি এমনকি অ্যাকশন মুভি বেরিয়েছে কিন্তু আশিকির গ্ল্যামারকে ফিকে করতে পারেনি।

ছবিটি বক্স অফিসে দুর্দান্তভাবে সাড়া ফেলেছিল এবং ৬ মাস সাফল্যের রেশ বজায় ছিল। ৯ এর দশকে মহিলাদের ক্রাশ রাহুল রায় (Rahul Roy) বর্তমানে কি করছেন জানেন কি কেউ? আশিকির সাফল্যের পর কেন নিজের কেরিয়ারকে সফলভাবে গড়ে তুলতে পারলেন না তিনি? ষাটটি ছবির অফার পেয়েও কেন হারিয়ে গেলেন বলিউড ইন্ডাস্ট্রি থেকে? টানা ৮ মাস কাজের জন্য অপেক্ষা করতে হয়েছে রাহুল রায়কে। বলিউড ইন্ডাস্ট্রি থেকে রাহুল রায় এবং অনু আগারওয়াল এই দুজনের নাম প্রায় মুছে গেছে বললেই চলে। কিন্তু এমনটা কি হওয়ার ছিল?

প্রথম ছবির সাফল্যের পর রীতিমতো বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গার শক্ত করার কথা ছিল এই নায়কের (Rahul Roy)। কিন্তু ভালো কাজ পাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে বহু সময়। ৬০টির মধ্যে মাত্র ৪৭ টি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তার মধ্যেও হিটের থেকে ফ্লপের সংখ্যা ছিল বেশি। সব নায়ক হিসাবে রীতিমত তকমা লেগে গিয়েছিল তার। তার জীবনের উন্নতির পথে সবথেকে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তার এই ফ্লপ ছবিগুলি। সাজন কে, গুমরাহ, জুনুনের মতো কয়েকটি ছবি রাহুলের কেরিয়ারে কিছুটা হলেও ভালো স্মৃতি কায়েম করেছিল।

আরও পড়ুন 👉 Srabanti Chatterjee: পাঁচটা প্রেম, তিনটে স্বামী অতীত! এবার নতুন অধ্যায় শ্রাবন্তীর

একটি সাক্ষাৎকারে রাহুল বলেছিলেন তার মা নিয়মিত আর্টিকেল লিখতেন এবং সেখান থেকেই ভাগ্যের চাকা খুলে গেছিল রাহুল রায়ের। তার মা ইন্দিরা রায় আর্টিকেল পড়তেন মহেশ ভাট, তার সঙ্গে দেখা করতে এসেই দেখে ফেলেন রাহুলের ছবি। তারপরই আশিকিতে সুযোগ পান রাহুল রায়। প্রথম ছবি বক্স অফিসের সুপার ডুপার হিট। কিন্তু তা সত্ত্বেও তার কোন সিনেমা সেভাবে প্রভাব ফেলতে পারেনি বলিউড ইন্ডাস্ট্রিতে। মহেশ ভাটের জুনুন ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেও বিশেষ সাড়া ফেলতে পারেনি রাহুল রায় (Rahul Roy)।

শোনা যায় যখন ৬০টির মধ্যে ৪৭ টি ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি তিনটে শিফটে কাজ করতে হতো তাকে। সময়ের অভাবে বহু সিনেমার শুটিং তিনি করতে পারেননি। সেই কারণে ২১ জন প্রযোজকের টাকা ফেরৎ দিয়ে দিয়েছিলেন। ফির তেরি ইয়াদ আয়েগি, জনম, সাজন কে, গুমরাহের মতো ছবিগুলি পরপর মুক্তি পায়। কিন্তু আর্থিক দিক থেকে সাফল্য লাভ করতে পারেনি একটিও ছবি। এমনকি ভোজপুরী ইন্ডাস্ট্রিতেও আসর জমাতে পারেননি আশিকি খ্যাত রাহুল রায়। ২০০৬-এ বিগ বসে হাজির হয়েছিলেন।