ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল মা ও শিশুর, মর্মান্তিক দুর্ঘটনা বীরভূমে

Madhab Das

Updated on:

Advertisements

রায়হান রেজা : রেললাইন পারাপারের সময় পণ্যবাহী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো মা ও শিশুর। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে রবিবার বীরভূমের রাজগ্রামে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃত দুজনের দেহ উদ্ধার করেন।

Advertisements

জানা গিয়েছে, মৃত মহিলা ও শিশুর নাম তামান্না খাতুন (২৩) এবং শেখ সাকিব (৩)। মৃতদের বাড়ি বীরভুম লাগোয়া মুর্শিদাবাদ জেলার কাদুয়া গ্রামে এবং ওই মহিলার বাবার বাড়ি রাজগ্রামের আম্ভুয়া গ্রামে। মৃত ওই মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানা গিয়েছে।

Advertisements

রবিবার ওই মহিলা তার ছেলেকে নিয়ে ওষুধ কিনে রাজগ্রামের দিকে আসছিলেন বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। সে সময় ওই মহিলা ও তার সন্তান রাজগ্রাম স্টেশন ঢোকার মুখে ডাউনলাইনে একটি পণ্যবাহী ট্রেনে কাটা পড়েন। মহিলার দেহ রাজগ্রাম স্টেশন ঢোকার মুখে উদ্ধার হয় এবং শিশুটির দেহ উদ্ধার হয় ৮ কিলোমিটার দূরে মুরারই ও বাঁশলৈ স্টেশনের মাঝে। অনুমান শিশুটির দেহ ইঞ্জিনে আটকে এতদূর চলে যায়।

Advertisements

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী জানা যায়, ওই মহিলা তার সন্তানকে নিয়ে এদিন তাড়াতাড়ি রেললাইন পার করার জন্য রেলগেট এড়িয়ে শর্ট রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আর সে সময় অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় দুর্ঘটনা ঘটে। মৃত দুজনের দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Advertisements