১০,০০০ কোটি টাকায় নতুনভাবে সাজতে চলেছে দেশের এই স্টেশনগুলি, কেমন হবে নকশা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলকে আধুনিক থেকে অত্যাধুনিক করে তোলার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে রেল বোর্ড। এই সকল পদক্ষেপের মধ্যে সেমি হাই স্পিড ট্রেন থেকে শুরু করে যেমন রয়েছে বুলেট ট্রেন, ঠিক তেমনি আবার রেলস্টেশনগুলিকেও উন্নত থেকে উন্নততর করার কাজ চালানো হচ্ছে। সেই রকমই এবার দেশের একাধিক রেলস্টেশনকে আধুনিকতার ছোঁয়ায় মুড়ে দেওয়া হবে।

Advertisements

দেশের বিভিন্ন রেলস্টেশনকে এমন আধুনিকতার ছোঁয়ায় মুড়ে ফেলার জন্য ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে অক্লান্ত পরিশ্রম করা হচ্ছে। এই সকল রেলস্টেশনের নকশা এমন করা হবে যা আগত যাত্রীদের বিমান বন্দরের মতো পরিষেবা প্রদান করে থাকবে। এই সকল রেলস্টেশন হয়ে উঠবে আন্তর্জাতিক মানের রেল স্টেশন।

Advertisements

আধুনিকতার ছোঁয়ায় যে সকল রেলস্টেশনগুলিকে মুড়ে ফেলা হবে সেই সকল রেলস্টেশনগুলির নকশা কেমন হবে তা সম্প্রতি প্রকাশ করা হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে। নতুনভাবে আপাতত যে সকল রেলস্টেশনগুলিকে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলি হল দিল্লি, মুম্বাই এবং আমেদাবাদ। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই তিনটি রেলস্টেশন আধুনিক করে তোলার জন্য ১০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

Advertisements

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই সকল রেলস্টেশনগুলিকে এমনভাবে সাজানো হবে যাতে সেই সকল শহরের দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়। স্টেশনগুলি যেন শহরের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করার পরিপ্রেক্ষিতে এই সকল স্টেশনগুলি যে একেবারে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

এর পাশাপাশি প্রথম দফায় মোট ১৯৯টি রেলস্টেশনকে এইরকম ভাবে পুনর্গঠন করার পরিকল্পনা রয়েছে। যে সকল রেজিস্ট্রেশনগুলিতে দৈনিক ৫০ লক্ষের বেশি যাত্রী যাতায়াত করেন। আমেদাবাদে রেলস্টেশনটিকে যেভাবে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে মোদেরার সূর্য মন্দির থেকে অনুপ্রাণিত হয়ে নকশা করা হয়েছে।

Advertisements