নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বন্ধ হয়ে গিয়েছিল গনমাধ্যমের মেরুদন্ড রেল পরিষেবা। পরে ধীরে ধীরে স্বাস্থ্যবিধি মেনে এই রেল পরিষেবা স্বাভাবিকের পথে হাঁটলেও বহু পরিষেবার ক্ষেত্রেই কাটছাঁট করা হয়েছে রেলের তরফ থেকে। এইসকল কাটছাঁটের মধ্যেই রয়েছে প্যান্ট্রি কার পরিষেবা।
দীর্ঘ লকডাউন চলার পর এবং দীর্ঘদিন ধরে এই পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে আইআরসিটিসি (IRCTC) পুনরায় এই পরিষেবা চালু করার জন্য রেলের কাছে অনুমতি চেয়েছে। আর সেই অনুমতি সাপেক্ষেই জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই পরিষেবা ফিরছে রেল পরিষেবায়।
করোনা পরিস্থিতি চললেও ভ্রমণ অথবা কাজের জন্য বর্তমানে যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে রেল যাত্রা করে। এমত অবস্থায় দূরপাল্লার ট্রেনে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। তবে পুনরায় এই প্যান্ট্রি কার পরিষেবা চালু হলে আবার আগের মতোই খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা।
সূত্র মারফত জানা গিয়েছে, রেল যাত্রায় পুনরায় এই প্যান্ট্রি কার পরিষেবা চালু করার জন্য আইআরসিটিসির আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়া দিয়েছে ভারতীয় রেল। আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি মাসেই চূড়ান্ত ছাড়পত্র দিতে চলেছে বোর্ড। ছাড়পত্র পাওয়ার পর আগামী মাস অর্থাৎ নভেম্বর মাসের প্রথম অথবা মাঝামাঝি সময় থেকে পুনরায় এই পরিষেবা চালু হবে বলে আশা করা হচ্ছে।
করোনাকালে প্যান্ট্রি কার পরিষেবা বন্ধ থাকার দরুন আইআরসিটিসি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তাদের ই-ক্যাটারিংয়ের মাধ্যমে বিভিন্ন স্টেশনে যাত্রীদের শুকনো খাবার সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করেছিল। যাত্রীরা অনলাইনে সেই সকল খাবার অর্ডার দিলে ট্রেন নির্দিষ্ট স্টেশনে পৌঁছানোর পর ওই সংস্থা যাত্রীদের কাছে এসেই সকল শুকনো খাবার পৌঁছে দেয়। আর এবার খুব তাড়াতাড়ি এই ই-ক্যাটারিংয়ের সঙ্গে ফিরতে চলেছে প্যান্ট্রি কার পরিষেবা।