নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলে গত কয়েক বছর ধরে একের পর এক যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এসকল যুগান্তকারী পরিবর্তনের মধ্যে রয়েছে যাত্রী সুরক্ষা, যাত্রী স্বাচ্ছন্দ ইত্যাদি। এইতো কিছুদিনের মধ্যেই ভারতে বিভিন্ন রুটে দৌড়াতে শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস।
এর পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পোস্ট অফিস থেকেও ট্রেনের টিকিট দেওয়ার ব্যবস্থা শুরু হচ্ছে ভারতীয় রেলে। রেল সূত্রে জানা যাচ্ছে, ৪৫ হাজার পোস্ট অফিস থেকে এই সুবিধা পাওয়া যাবে। এই সুবিধা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে উত্তরপ্রদেশে। চলতি বছর জানুয়ারি মাস থেকে উত্তরপ্রদেশে এই সুবিধা যাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশের ৯১৪৭টি পোস্ট অফিস থেকে এই সুবিধা দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে। এর ফলে যাত্রীরা যেমন খুব সহজে নিজেদের প্রয়োজনীয় সফরের টিকিট পেয়ে যাচ্ছেন ঠিক তেমনি রেলের টিকিট কাউন্টারে চাপ কমতে শুরু করেছে। এর সুফলতা এবং সফলতার কথা মাথায় রেখেই সারাদেশে এই সুবিধা চালু হচ্ছে বলে জানা যাচ্ছে রেলের তরফ থেকে।
যদিও সারা দেশে যে সকল পোস্ট অফিস রয়েছে সেই সকল সব পোস্ট অফিসে টিকিট বুকিং পদ্ধতি কবে থেকে চালু হবে তা সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কোন দিন জানানো হয়নি ভারতীয় রেলের তরফ থেকে। তবে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি তা চালু হয়ে যাবে।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতীয় রেলের উন্নয়ন প্রকল্পে আগামী তিন বছরের মধ্যেই দেশের বিভিন্ন রুটে ছুটতে শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। সদ্যসমাপ্ত হওয়া বাজেট অনুসারে ৪০০টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে।