Rail Vikas Nigam Shares have gained 1000% in the last two years: সঞ্চিত অর্থ শুধুমাত্র সঞ্চয় করে না রেখে বিনিয়োগ করলে, তা থেকে আয়ের সম্ভবনা থাকে। নিশ্চিত রিটার্ন পাবার আশায় বেশিরভাগ মানুষই ব্যাংক অথবা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটকেই ভরসা করে থাকেন। কিন্তু সেখান থেকে নিশ্চিত রিটার্ন পাওয়া গেলেও তার পরিমাণ খুব একটা বেশি নয়। কম বিনিয়োগে বেশি আয় পেতে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে শেয়ার মার্কেটে। তবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা কিছুটা ঝুঁকিপূর্ণ, কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকে যায়। তবে বর্তমানে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাদের জন্য অত্যন্ত সুখবর। রেল বিকাশ নিগমের শেয়ারগুলির (Rail Vikas Nigam Shares) দাম বেড়েছে তরতরিয়ে।
ভারতের সবচেয়ে বড় পরিবহন ব্যবস্থা রেল পরিষেবার পক্ষ থেকে নেওয়া একাধিক নতুন উদ্যোগ ও যথাযথ পরিচালন দক্ষতাই রেল বিকাশ নিগম শেয়ারের দাম বৃদ্ধির অন্যতম কারণ। এই স্টকগুলিতে যারা বিনিয়োগ করেছিলেন মাত্র ১ বছরে তারা রিটার্ন পেয়েছেন ৩ গুণ টাকা। ২ বছরে রেল বিকাশ নিগমের স্টকগুলির দাম বেড়েছে হাজার শতাংশ (Rail Vikas Nigam Shares)। ২০২৩-২৪ অর্থবছর থেকেই রেলের মাল্টিব্যাগার স্টকগুলির দাম ঊর্ধগামী ছিল।
২০২৩-২৪ অর্থবছরে চতুর্থ ত্রৈমাসিক চলাকালীন রেলের বিকাশ নিগম শেয়ারগুলির (Rail Vikas Nigam Shares) দাম বৃদ্ধি পেয়েছিল ১৭.৪, ২২ এবং ৩৩ শতাংশ হারে। চতুর্থ ত্রৈমাসিক শেষ হবার পর কোম্পানির অর্ডার বুকের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫ হাজার কোটির দোরগোড়ায়। ২০২৪-২৫ অর্থবছর অর্থাৎ চলতি বছরেও এই শেয়ারগুলির অর্ডার বুকিং এর পরিমাণ ২০০০০ থেকে ২৫ হাজারের মধ্যে থাকার সম্ভাবনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। শেষ কয়েক মাস ধরে শেয়ার মার্কেটে বেশ ভালো ট্রেডিং দিচ্ছে রেলের বিকাশ নিগম স্টকগুলি। রীতিমত হায়ার হাই এবং হায়ার লো ভলিউমের সিরিজ গঠন করেছে এই স্টকগুলি।
আরও পড়ুন ? Multibagger Stock: ১৪৫ টাকার এই স্টক বেড়ে হয়েছে ৩৪০০ টাকা! সময় লেগেছে মাত্র ৪ বছর
রেল বিকাশ নিগমের (Rail Vikas Nigam Shares) পক্ষ থেকে তাদের শেয়ারগুলি অর্ডার বুকিং সেলসের অনুপাত ৩ এক্স থেকে ৪ এক্সের মধ্যে রাখার চেষ্টা করছে। সাপ্তাহিক চার্টের উপর ভিত্তি করে ২০ .ইএমএর কাছাকাছি পৌঁছে যায় এই স্টকগুলি। তারপর রাতারাতি বেড়ে যায় এর দাম। বর্তমানে অতিরিক্ত ক্রয়ের জোনে প্রবেশ করেছে স্টকগুলি। রেলের এই স্টকটি প্রফিট বুকিং এর অন্যতম সাক্ষী হতে পারে বলে দাবি করেছে রেল কর্তৃপক্ষ। বর্তমানে সাপোর্ট লেভেলের দিক থেকে রেলের এই স্টকটি ৩৫০ জোনের আওতায় রয়েছে। উর্ধ্বে এই স্টকের রেজিস্ট্যান্স লেভেল দাঁড়িয়েছে ৩৯০ থেকে ৪০০ এর মধ্যে। রেডারদেরকে প্রফিট বুকিং অথবা নতুন করে প্রবেশের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
৩১ শে মে ২০২৪ বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শেয়ারটির (Rail Vikas Nigam Shares) দাম কমে যায় ০.২৯ শতাংশ অর্থাৎ ঘাটতি হয় ৩৮১.৭০ টাকা। এই মুহূর্তে সেটির বাজার মূল্য আছে ৭৯৮১৫ টাকা। এক মাসে দাম বৃদ্ধি পেয়েছে ৩৩.২৫ শতাংশ। তার উপর ভিত্তি করে বলা যায় ১ বছরে শেয়ারটি থেকে পাওয়া রিটার্নের পরিমাণ দাঁড়িয়েছে ২১৮.০৮ শতাংশ। বিশেষজ্ঞদের মতে আগামী ৩ বছরে শেয়ারটি থেকে পাওয়া রিটার্নের পরিমাণ বৃদ্ধি পাবে ১১৯৩.৯০ শতাংশ এবং আগামী ৫ বছরে এর রিটার্নের পরিমাণ বৃদ্ধি পাবে ১৩১৩.৭০ শতাংশ।