নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে রেল পুলিশের নতুন অভিযানে অজস্র রেলযাত্রীকে ধরা হয়। ‘অপারেশন সাশক্ত দিবং’নামে এই নতুন অভিযানে কোন ব্যক্তি প্রতিবন্ধী কামরায় উঠলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে রেল আইনের ১৫৫ অ্যাক্ট অনুযায়ী। আর ইতিমধ্যেই রেল পুলিশ শিয়ালদা স্টেশন থেকে ৬৭ জন ও হাওড়া স্টেশন থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকাল পর্যন্ত পূর্ব রেলে তরফ থেকে আটক করা হয়েছে মোট ৭৪০ জনকে, আর দক্ষিণ-পূর্ব রেলে আটকের সংখ্যা ৩৩২ জন।
দেশ জুড়ে হাজার হাজার যাত্রী এই অপরাধে অপরাধী। গত ২৮ তারিখে রেলের তরফ থেকে এই অভিযান শুরু করার সাথে সাথেই প্রথম দিনেই ধরা পড়ে ৬৯৬ জন ব্যক্তি। ধৃতদের আদালতে হাজির করা হয়, এই অপরাধের শাস্তি ১০০০ টাকা জরিমানা অথবা ৬ মাসের জেল। এমনকি দুটিই হতে পারে।
তবে হঠাৎ করে এমন ধরপাকড়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ, প্রতিবন্ধী কামড়ায় চাপা আইনবিরুদ্ধ এটা রেলের আগে থেকে প্রচার করা দরকার ছিল। যাতে করে যাত্রীরা আগেই সচেতন হতে পারতেন। কিন্তু এমনটা না করে হঠাৎ ধড়পাকড় শুরু করেছে। যাত্রীদের দাবি, রেলের ব্যবসা যেহেতু মন্দায় চলছে তাই জরিমানা ছাড়া কোন উপায় নেই তাদের।