নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অনেক ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে দেখা যায়। সেই সকল ভিডিও গুলির মধ্যে যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ার দর্শকদের নজর কাড়ে সেগুলি নিমেষে ভাইরাল হয়। সম্প্রতি সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে এক রেল কর্মীর হাত সাফাই।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রেল কর্মীর হাতসাফাইয়ের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কাউন্টারে টিকিট কাটতে আসা কোন এক যাত্রী ৫০০ টাকা দিলে ওই রেল কর্মী তার অসাধারণ দক্ষতায় হাত সাফাই করে তা ২০ টাকায় বদলে দেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমত নিন্দার ঝড় বইছে।
কারণ ভারতীয় রেলের যে সকল কর্মীরা কাজ করেন তাদের রেলের তরফ থেকে যে বেতন দেওয়া হয় তা অন্যান্যদের তুলনায় অনেক বেশি। তবে এরপরেও টিটিইদের ঘুষ নেওয়া সহ আরও একাধিক অবিশ্বাস্য কাজকর্ম দেখা যায়। তবে এসবকেও ছাড়িয়ে গিয়েছেন এই রেল কর্মী তার অসাধারণ হাতসাফাইয়ের দক্ষতার পরিপ্রেক্ষিতে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লির হজরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশনে এক যাত্রী দিল্লি থেকে গোয়ালিয়র যাওয়ার জন্য সুপারফাস্ট ট্রেনের টিকিট কাটতে ওই কাউন্টারে যান। টিকিটের ভাড়া ১২৫ টাকা এবং ওই যাত্রী ৫০০ টাকা দেন। কিন্তু ওই যাত্রী সামান্য অমনস্ক হতেই যিনি টিকিট বুকিং করছিলেন তিনি ৫০০ টাকার সেই নোট পরিবর্তন করে ২০ টাকা করে দেন এবং বারবার বলতে থাকেন ১২৫ টাকা। দাবি করেন আরও টাকা লাগবে।
#Nizamuddin station booking office
Date 22.11.22
Rs 500 converted into Rs 20 by the booking clerk.@GM_NRly @RailwayNorthern @drm_dli @RailMinIndia @AshwiniVaishnaw @IR_CRB @RailSamachar @VijaiShanker5 @PRYJ_Bureau @kkgauba @tnmishra111 @AmitJaitly5 pic.twitter.com/SH1xFOacxf— RAILWHISPERS (@Railwhispers) November 24, 2022
এমন ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ এবং ওই রেলকর্মীর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। তবে রেলের তরফ থেকে যাই ব্যবস্থা গ্রহণ করা হোক না কেন এই ভিডিও দেখার পর সোশ্যাল মিডিয়ার দর্শকরা বারবার বলছেন, ‘লজ্জা লাগা দরকার’।