নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই আমরা জানতে পেরেছিলাম আগামী বছর অর্থাৎ স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের শুভক্ষণে ভারতীয় রেল দেশের দশটি শহরের মধ্যে অন্তত ৪০ টি বন্দে ভারত ট্রেন চালু করতে চলেছে। আর এবার রেলের আরও একটি প্রকল্প সম্পর্কে জানা গেল। যা থেকে জানা যাচ্ছে হাওড়া থেকে ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ছুটবে ট্রেন।
এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ভারতীয় রেলের তরফ থেকে মিশন রফতার নামে একটি নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে। যে প্রকল্প অতি দ্রুত বাস্তবায়িত করার জন্য চরম তৎপরতা শুরু করেছে রেল। ২০২৪ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে এই ট্রেন ছুটবে হাওড়া দিল্লি রুটে।
সূত্র মারফত জানা যাচ্ছে, হাওড়া থেকে দিল্লি রুটে ২৫০ কিলোমিটার রাস্তা রয়েছে যা প্রবীণ কাঁটা নামে পরিচিত। এই রুটে হাওড়া থেকে ধানবাদের আগে পর্যন্ত ফেন্সিং-এর কাজ অতি দ্রুত সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে রেলে তরফ থেকে। রেললাইনের দু’ধারে ব্যারিকেড দেওয়া হবে যাতে করে কোনো ব্যক্তি লাইনে ট্র্যাকে সহজে ঢুকে যেতে না পারেন।
অন্যদিকে এই রুটের বেশ কিছু এলাকা রয়েছে যেগুলি রেস্ট্রিক্টেড এরিয়া নামে পরিচিত। যেখানে ট্রেনের গতিবেগ কম রাখতে হয়। তবে ভারতীয় রেলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই সকল জায়গার ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সর্বত্র যাতে ট্রেনের গতিবেগ ঘন্টায় ১৬০ কিলোমিটার রাখা যায় তার ব্যবস্থা করতে হবে। কোনভাবেই ট্রেনের গতিবেগ কোনটাতে দেওয়া যাবে না।
পরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়িত করার জন্য ভারতীয় রেল বোর্ডের তরফ থেকে এমন নির্দেশও দেওয়া হয়েছে, এই মিশন রফতার দ্রুত সম্পন্ন করার জন্য যা যা টেন্ডার ডাকার প্রয়োজন তা চলতি বছর ডিসেম্বর মাসের আগে ডেকে নিতে হবে। এই নির্দেশ ভারতীয় রেল বোর্ডের থেকে পূর্ব রেল সহ এই রুটে যতগুলি জোন পরে সকল জোনকেই দেওয়া হয়েছে।