Vande Bharat Express: বন্দে ভারতের গতি নিয়ে প্রশ্ন লোকসভায়, কমবে বাড়বে নাকি এমনই চলবে জানালো রেলমন্ত্রী

Prosun Kanti Das

Published on:

Advertisements

Vande Bharat Express: যাতায়াত মাধ্যমের অন্যতম মাধ্যম হলো রেল মাধ্যম। যে মাধ্যমকে ব্যবহার করে প্রতিনিয়ত কাজের সূত্রে বা যে কোন সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন লাখ লাখ মানুষ। রেল মাধ্যম এমন একটি মাধ্যম যেখানে কম খরচে আরামে দূর-দূরান্তে ভ্রমণ করা যায়। অন্যতম দ্রুতগতির ট্রেন হল বন্দে ভারত (Vande Bharat Express)। যে ট্রেনে রয়েছে উন্নত মানের যাত্রী পরিষেবা। আর সেই ট্রেনের গতি প্রসঙ্গেই নয়া খবর শোনালো রেলমন্ত্রী। কী জানান দিলেন তিনি?

Advertisements

প্রসঙ্গত বর্তমানে দ্রুতগতির ট্রেন বলতেই সবার মুখে যে ট্রেনের নাম আসে তা হল বন্দে ভারত। সাম্প্রতিক সময়ে সারা ভারতজুড়ে দুর্দান্ত পরিষেবা প্রদান করছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আর সেই বন্দে ভারত নিয়েই লোকসভার শীতকালীন অধিবেশনে উঠল নানান প্রশ্ন। আর সেই প্রশ্নেরই জবাব দিতে বন্দে ভারতের গতি নিয়ে নিশ্চিত খবর শোনালো রেলমন্ত্রী। গতি কী কমিয়ে দেওয়ার পরিকল্পনা?

Advertisements

আরো পড়ুন: সহজেই করুন ট্রেনের টিকিটের নাম, তারিখ বদল; করতে হবেনা টিকিট বাতিল

সম্প্রতিক চলতি বছরে সাংসদদের নিয়ে বসে ছিল শীতকালীন বৈঠক। পাশে শীতকালীন বৈঠকে লোকসভায় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই অধিবেশনে তিনি জানান ইতিমধ্যে দেশে ছুটে চলেছে প্রায় ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস। যে ট্রেনে যাত্রীদের জন্য উন্নত মানের পরিষেবার পাশাপাশি বসানো হয়েছে বিশেষ কবচ সিস্টেম। আর সেই প্রসঙ্গে কথা বলতে বলতেই বিরোধী সাংসদ মহল থেকে প্রশ্ন ওঠে বন্দে ভারত ট্রেন বৃদ্ধির প্রসঙ্গে।

Advertisements

আরো পড়ুন: সরাসরি সিকিম ভ্রমণের স্বপ্ন পূরণ, সেবক-রংপো রেলপথে পাহাড়ে রেলগাড়ির নয়া দিগন্ত

বিরোধী সাংসদ তরফে প্রশ্ন করা হয় দেশজুড়ে এত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন বাড়ানো হচ্ছে কেন? এর পিছনের প্রধান কারণ কী? কত যাত্রী হয় এই ট্রেনে? যাত্রীদের জন্য কি কি সুবিধাই বা রয়েছে? আর এই প্রশ্ন উঠতেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান বর্তমানে প্রায় ২২টি বন্দে ভারত ছুটছে মহারাষ্ট্রে। ৩টি এক্সপ্রেস ট্রেন চলছে দিল্লি টু কাঠগোদাম রুটে। আর এই রুটে আরও একটি বন্দ ভারত আনার পরিকল্পনা চলছে বলেও জানিয়েছে বৈষ্ণবজি। আর এর সাথেই তিনি জানান বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের গতি কমানোর কোনো চিন্তাভাবনা নেই। এই নিয়ে কোনো প্রস্তাবও আসেনি। পাশাপাশি যাত্রী প্রসঙ্গে তিনি জবাব দেন বন্দে ভারতে সবসময় একই সংখ্যক যাত্রী হয় না। ২০২৪-২৫ অক্টোবর পর্যন্ত হিসাব বলছে যাত্রীর হার রয়েছে ১০০%-এর বেশি।

তবে এখানেই থেমে থাকেননি। বন্দে ভারত প্রসঙ্গে বলতে গিয়ে যাত্রীদের সুবিধার কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন সম্পূর্ণ সিল করা গ্যাংওয়ের ব্যবস্থা রয়েছে বন্দে ভারতে (Vande Bharat Express)। রয়েছে অটোমেটিক প্লাগ ডোর। পাশাপাশি গরম জল করার জন্য বয়লার, বোতল কুলার, ডিপ ফ্রিজার, ঝাঁ চকচকে বাথরুমসহ আরো নানান সুবিধা। যা যাত্রীদের বিশ্বমানের পরিষেবা প্রদান করে।

Advertisements