আর দেরি নেই, বুলেট ট্রেন কবে চলবে জানিয়ে দিলেন খোদ রেলমন্ত্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের ১৫০ কোটি জনসংখ্যার দেশে গণ পরিবহনের মেরুদন্ড হলো রেল পরিষেবা। প্রতিদিন কোটি কোটি মানুষ এই রেল পরিষেবার ওপর নির্ভর করে যাতায়াত করেন। বিপুল সংখ্যক মানুষের এই নির্ভরশীলতার কথা মাথায় রেখে ভারতীয় রেল প্রতিনিয়ত রেল পরিষেবায় বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছে।

Advertisements

ব্রিটিশ আমলে ভারতে চাকা গড়ানো এই রেল পরিষেবা যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন বৈপ্লবিক পরিবর্তনের পথে হাঁটছে। ভারতীয় রেলওয়ে ইতিমধ্যেই সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চালু করে দিয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি ঘন্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ছুটতে সক্ষম। অন্যদিকে এর গতিবেগ আগামী দিনে ঘন্টায় ২২০ কিলোমিটারে পৌঁছে যাবে বলেও জানা যাচ্ছে।

Advertisements

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি বুলেট ট্রেন নিয়েও দেশের মানুষদের মধ্যে আশা আকাঙ্ক্ষার শেষ নেই। বহুদিন ধরেই শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বুলেট ট্রেন ছুটবে ভারতের রেল ট্র্যাকে। এই বুলেট ট্রেন ছোটা নিয়েই এবার জানা যাচ্ছে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। এমনটাই জানিয়েছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Advertisements

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি জানিয়েছেন, বুলেট ট্রেন ডিজাইনের কাজ চলছে এবং স্টেশনগুলিকে বিশ্বমানের করার প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্রুত গতিতে এই বুলেট ট্রেন ট্র্যাকে নামানোর এবং রেল স্টেশনগুলিকে বিশ্বমানের করে তোলার কাজ চলছে। আশা করা হচ্ছে ২০২৬ সালের মধ্যেই বুলেট ট্রেনের স্বপ্ন পূরণ হয়ে যাবে ভারতীয় নাগরিকদের।

অন্যদিকে বুলেট ট্রেন নিয়ে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেও বৃহস্পতিবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাগ্রস্থ হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এই দুর্ঘটনার ফলে ট্রেনের তেমন কোন ক্ষতি হয়নি। লাইনে মোষ চলে আসার ফলেই এই দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় চারটি মাসের মৃত্যু হয়।

Advertisements