‘খালি বড় বড় ভাষণ’, মমতাকে নিয়ে হাসিঠাট্টা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : লোকসভা ভোট এগিয়ে আসতেই এবার শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক লড়াই। যে রাজনৈতিক লড়াইয়ে এবার রাজ্যে এসে রীতিমতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) মুখ ভেঙালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। রেলের উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ টাকা নিয়ে রীতিমতো তীব্র কটাক্ষ করতে দেখা যায় অশ্বিনী বৈষ্ণবকে। অশ্বিনী বৈষ্ণবের মুখ ভেঙ্গানোর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisements

অশ্বিনী বৈষ্ণব ঝটিকা সফরে এসেছিলেন পুরুলিয়ায়। মঙ্গলবার সন্ধ্যায় প্রায় ২০ মিনিট তিনি সেখানে থাকেন। টাটানগর থেকে রাঁচি যাওয়ার পথে পুরুলিয়ায় হাজির হয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত হয়ে অশ্বিনী বৈষ্ণব মুখ ভেঙ্গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করেন। রেলের উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল দাবি করেছেন তা পুরোপুরি ভাবে নস্যাৎ করে দিতে দেখা যায় রেলমন্ত্রীকে।

Advertisements

রেলের উন্নয়নের প্রসঙ্গ টেনে বক্তব্য রাখার সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন কেবল বড় বড় ভাষণ দিতেন। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন বাংলার জন্য কেবলমাত্র পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিলেন। মমতা এবং কংগ্রেসের আমলে রেলের উন্নয়নের জন্য যে টাকা বাংলা পেয়েছিল তার কয়েক গুণ বেশি টাকা এখন নরেন্দ্র মোদির সরকার বাংলাকে দিয়েছে।

Advertisements

টাকার অংকের খতিয়ান তুলে ধরে অশ্বিনী বৈষ্ণব দাবি করেন, নরেন্দ্র মোদির আমলে পশ্চিমবঙ্গের রেল পরিষেবার উন্নয়নের জন্য ১২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। যেখানে কংগ্রেসের আমলে অথবা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই টাকার পরিমাণ ছিল অর্ধেকের কম। এখানেই শেষ নয়, এর পাশাপাশি তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যে সকল রেলের কাজ বাকি রয়েছে তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।

অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে লিখে ক্লান্ত হয়ে গিয়েছেন। জমি দেওয়া হয় না রাজ্যের তরফ থেকে। কোন কাজেই মমতার সহযোগিতা পাওয়া যাচ্ছে না। নরেন্দ্র মোদী বাংলাকে এক নম্বর রাজ্য বানানোর জন্য শপথ নিয়েছেন এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

Advertisements