নিজস্ব প্রতিবেদন : লকডাউন পরবর্তী সময়ে ভারতীয় রেলের তরফ থেকে ধীরে ধীরে ট্রেন পরিষেবাকে সচল করা হচ্ছে। আর এরই মাঝে লোকাল ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে ৫% ছাড় ঘোষণা করলো ভারতীয় রেল। ভারতীয় রেলের পূর্ব রেলের তরফ থেকে টুইট করে এই সুবিধার কথা জানানো হয়েছে।
লোকাল ট্রেনের টিকিটে ৫% ছাড় পাওয়ার ক্ষেত্রে ট্রেন যাত্রীদের ব্যবহার করতে হবে UTS অ্যাপ। আর এর সাথে কতকগুলি পদ্ধতি অনুসরণ করতে হবে। তাহলেই খুব সহজে টিকিটের মূল্যের উপর ৫% ছাড় পাওয়া যাবে। টিকিটের উপর এই ছাড় দেওয়া হবে বোনাস হিসাবে।
টিকিটের উপর ছাড় পাওয়ার জন্য ট্রেন যাত্রীদের প্রথমেই UTS অ্যাপটি নিজেদের স্মার্টফোনে ইনস্টল করে নিতে হবে এবং তাতে একটি অ্যাকাউন্ট করতে হবে মোবাইল নম্বর দিয়ে। অ্যাকাউন্ট করার সময় দিতে হবে যেকোনো একটি আইডি প্রুফ। এই অ্যাপের মাধ্যমে টিকিট বুক করার সময় অবশ্যই আপনার মোবাইলে GPS অন রাখতে হবে।
লোকাল ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে ছাড় পাওয়ার জন্য এই অ্যাপে অ্যাকাউন্ট করার পর টিকিট বুক করার আগে R-Wallet -এ টাকা ভরে নিতে হবে। এরপর যাত্রীরা স্টেশনের কাছাকাছি এসে টিকিট বুকিং কাউন্টারের লাইনে না দাঁড়িয়ে অনলাইনে এই অ্যাপের মাধ্যমে সহজেই নিজেদের গন্তব্যের স্টেশন বেছে নিয়ে টিকিট বুক করতে পারবেন। টিকিট বুক করার পর অনলাইনে সেই টাকা প্রদানের সাথে সাথেই ৫% বোনাস দেওয়া হবে ছাড় হিসাবে।
Good News for Suburban Passengers. Use UTS on Mobile App to avoid queue at ticket counter. Get 5% Bonus on Recharge Value. pic.twitter.com/kZ2swLtZyI
— Eastern Railway (@EasternRailway) March 6, 2021
[aaroporuntag]
R-Wallet -এ ১০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রাখা যায়। তবে কোনো যাত্রী যদি মনে করেন এই R-Wallet ব্যবহার করবেন না অর্থাৎ অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করে টিকিট বুক করবেন সেই সুবিধাও রয়েছে। অর্থাৎ এই UTS অ্যাপে টিকিট বুক করার সময় পেমেন্ট করার ক্ষেত্রে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা অনলাইন ব্যাঙ্কিংও ব্যবহার করতে পারবেন।