নিজস্ব প্রতিবেদন : চাকরির জন্য কোন বেকার যুবক-যুবতী না অক্লান্ত পরিশ্রম করে থাকেন। আবার এই সকল বেকার যুবক-যুবতীদের মধ্যে অধিকাংশরাই সরকারি চাকরির দিকে তাকিয়ে থাকেন। যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য তাকিয়ে রয়েছেন তাদের জন্য এবার ধামাকা খবর দিল ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের তরফ থেকে ৯ হাজার কর্মী নিয়োগ (Indian Railways Job News) করা হবে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (Railway Recruitment Board) তরফ থেকে দিন কয়েক আগেই সহকারি লোকো পাইলট নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। এবার তাদের তরফ থেকে টেকনিশিয়ান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলো। নতুন করে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া।
রেলের তরফ থেকে টেকনিশিয়ান গ্রেড 3 এবং টেকনিশিয়ান 1 সিগন্যাল পোস্টের জন্য নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিপুলসংখ্যক এই শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। https://www.recruitmentrrb.in ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। জানা যাচ্ছে, আবেদন প্রক্রিয়া শুরু হবে মার্চ মাসের ৯ তারিখ থেকে এবং তা চলবে এপ্রিল মাসের ৮ তারিখ পর্যন্ত।
রেলের তরফ থেকে নিয়োগের বিষয়ে জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, টেকনিশিয়ান গ্রেড 3 পদের জন্য ৭৯০০ জন এবং টেকনিশিয়ান 1 সিগন্যাল পোস্টের ১১০০ জন নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তারতম্য রয়েছে। তবে যে সকল চাকরি প্রার্থীরা টেকনিশিয়ান পদে আবেদন করবেন তাদের ন্যূনতম দশম শ্রেণী পাশ এবং আইটিআইয়ের ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রী থাকতে হবে। এই দুটি পদের ক্ষেত্রে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ বছর। টেকনিশিয়ান গ্রেড 3 পদের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৩৬ বছর এবং টেকনিশিয়ান 1 সিগন্যাল পোস্টের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৩৩ বছর।
যে সকল শূন্য পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই সকল পদের মধ্যে টেকনিশিয়ান 1 সিগন্যাল পোস্টে নিযুক্ত চাকরি প্রার্থীরা প্রতি মাসে ২৯ হাজার ২০০ টাকা বেতন পাবেন। অন্যদিকে টেকনিশিয়ান 1 সিগন্যাল পোস্টে নিযুক্ত চাকরি প্রার্থীরা ১৯ হাজার ৯০০ টাকা বেতন পাবেন প্রতিমাসে। এই সকল শূন্য পদে আবেদনের জন্য সাধারণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা ফি দিতে হবে।