Railway station named Kohli was found after Sachin: ভারতের গণপরিবহনগুলোর মধ্যে ভারতীয় রেল হচ্ছে সবথেকে বৃহৎ এবং সাশ্রয় একটি মাধ্যম। ট্রেনে করে আমরা কাছে কিংবা দূরে যেকোনো জায়গাতে খুব সহজেই পৌঁছে যেতে পারি। ট্রেনে করে ভ্রমণের সময়, আপনি প্রায় বিভিন্ন অদ্ভুত নামের স্টেশনগুলি দেখে থাকবেন। কিন্তু কখনো কি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Railway Station Named Kohli) নামে কোনও স্টেশন দেখেছেন? ভাবছেন হয়তো এটাও কি সম্ভব? কিন্তু আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ট্রেনে করে যাত্রা করার সময় বহু স্টেশন আমরা পার করে আসি। কিছু কিছু স্টেশনের নাম মনে না থাকলেও এমন কিছু স্টেশন আছে যাদের অদ্ভুত নামের জন্যই তারা স্মরণীয় হয়ে থাকে। এমনই একটি স্টেশন সম্পর্কে আজকের প্রতিবেদনটিতে আলোচনা করা হবে। সম্প্রতি কোহলির নাম এবং শচীনের নামে স্টেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
স্টেশন গুলোর উপর দিয়ে আপনিও হয়তো অনেক সময় যাতায়াত করে থাকবেন। সবথেকে আশ্চর্য ব্যাপার হলো এই ক্রিকেটারদের ভক্তদের মতে এই স্টেশনগুলো বিরাট (Railway Station Named Kohli) এবং শচীনের নামে নামকরণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই আমরা এই ধরনের স্টেশনে ছবি দেখতে পাই। নেটিজেনরা তো রীতিমতো অবাক এই স্টেশনের নাম দেখে। যদিও আজ এই প্রতিবেদনে কথা হবে শুধু কোহলিকে নিয়ে।
আপনারা কি জানেন ‘শচীন’ স্টেশনটি গুজরাটের সুরাটে আছে আর ‘কোহলি’ (Railway Station Named Kohli) স্টেশনটি মহারাষ্ট্রের নাগপুরের রয়েছে। কিন্তু ভক্তদের জেনে দুঃখ হবে যে ক্রিকেটারদের জন্মের আগেই স্টেশনগুলোর নামকরণ এরকমই ছিল। এদিকে সম্প্রতি প্রাক্তন ক্রিকেট তারকা ব্যাটসম্যান সুনীল গাভাস্কার একটি ছবি শেয়ার করেছেন সেটা দেখার পর থেকে রীতিমত আশ্চর্য হয়ে গেছে সবাই।
সম্প্রতি তার শেয়ার করা ছবিতে তিনি একটি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন। স্টেশনটির নাম শুনলে অবাক হয়ে যাবেন, নাম হলো শচীন। স্টেশনের নাম দেখে ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নামের কথা মনে পড়ে যায়। সেই কারণে পোস্টটি এত তাড়াতাড়ি ভাইরাল হয়েছিল। সেই সঙ্গে তিনি স্মরণ করেছেন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকেও। নিজের instagram অ্যাকাউন্ট থেকে তিনি এই পোস্টটি শেয়ার করেছিলেন। এরপরেই এই ছবিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। শচীনের নামে যে স্টেশন আছে সেটার কথা জানার পরপরই সামনে আসে বিরাটের নামের এই স্টেশনের কথা।