লোকাল ট্রেন চালাতে রাজি কেন্দ্র, প্রকাশ্যে এলো নবান্নকে দেওয়া চিঠি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে খুব দ্রুত লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। অন্ততপক্ষে রেলের তরফ থেকে নবান্নকে দেওয়া একটি চিঠি প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে যে কেন্দ্র পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালাতে রাজি। আর এই চিঠি ঘিরে রাজ্যের বাসিন্দারা আশায় বুক বাঁধছেন।

Advertisements

Advertisements

লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে রাজ্যের সাথে আলোচনার জন্য এই চিঠি দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে। আর পুনরায় কবে থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু করা যেতে পারে তা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য কবে দুই পক্ষের আলোচনা সম্ভব তাও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।

Advertisements

রেলের তরফ থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, রেল কর্মীদের কাজের সুবিধার জন্য বেশকিছু ট্রেন বর্তমানে চালানো হচ্ছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ওই সকল ট্রেনগুলিতে সাধারণ মানুষ চাপার চেষ্টা করছেন। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের ওই ট্রেনে চাপার জন্য অনুমতি দেওয়া হয়নি। যে কারণে বেশ কয়েক জায়গায় বিক্ষোভের সৃষ্টি হয়। আর এই সকল পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু করার জন্য রাজ্যের সাথে আলোচনার সময় চাওয়া হচ্ছে।

পাশাপাশি এটাও জানানো হয়েছে যে, বর্তমান করোনা পরিস্থিতিতে সমস্ত রকম বিধিনিষেধ মেনে পূর্ব রেল রাজ্যে লোকাল ট্রেন চালাতে প্রস্তুত। আর এই সকল সমস্ত প্রস্তুতি রেলের তরফ থেকে সারা হয়ে গেছে। তবে এখন আটকে রয়েছে রাজ্যের সবুজ সংকেত। আর এই সবুজ সঙ্কেত মিললেই পুনরায় রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে।

Advertisements