Railways are cutting about 50% fare on tickets before the vote: রেল হল ভারতবর্ষের এমন একটি যোগাযোগ মাধ্যম যা ধনী থেকে দরিদ্র সবাই ব্যবহার করে। সামনেই আসছে, লোকসভা নির্বাচন তার আগে যাত্রীদের জন্য কোন নতুন চমক আনল রেল কর্তৃপক্ষ? আসুন বিস্তারিতভাবে আজকের প্রতিবেদন পেতে সেটাই জেনে নিই। ভোটের আগে এইটি রেল কর্তৃপক্ষের সবথেকে বড় সিদ্ধান্ত। রেল কি এমন সিদ্ধান্ত নিল (Fare cut on Ticket) যাত্রী সুবিধার্থে?
মধ্যরেল প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া ৪০ থেকে ৫০ শতাংশ কমিয়েছে। এই ভাড়া চালু হয়েছিল কোভিডের আগে এবং সেই একই ভাড়া ফের চালু করল ভারতীয় রেল। কোভিডের পর থেকে বিশেষ ট্রেনের যে ভাড়া চালু হয়েছিল, এতদিন ধরে মধ্যরেল সেই ভাড়াই নিয়ে আসছিল যাত্রীদের থেকে। কবে চালু হচ্ছে এই নতুন ভাড়া? আশা করা যাচ্ছে ২৭ শে ফেব্রুয়ারি থেকেই চালু হয়ে যাবে রেলের এই নতুন ভাড়া। স্বাভাবিকভাবেই ভাড়া কমানোতে (Fare cut on Ticket) খুশি সাধারণ যাত্রীরা।
মধ্যরেল কোভিডের সময় প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া বাড়িয়ে দিয়েছিল ১০ টাকা থেকে ৩০ টাকা। এর জেরে এক্সপ্রেস ট্রেনের সমান ভাড়া হয়ে গিয়েছিল প্যাসেঞ্জার ট্রেনগুলিতে। ট্রেনের নামেও লেগেছিল ‘স্পেশাল’। এখন আবার পুরনো ভাড়াতেই (Fare cut) ফিরে যাচ্ছে রেল কর্তৃপক্ষ। গত মাসের ২৭ তারিখ মেন লাইনের সব মেমু ট্রেনের ভাড়াতে আনা হলো এই নয়া পরিবর্তন।
আরও পড়ুন ? IRCTC Secret Tips: স্লিপার ক্লাসের টাকায় AC কামরায় ভ্রমণ, শুধু জানতে হবে আইআরসিটিসির এই সিক্রেট টিপস
যাত্রীদের জন্য আরও একটি খবর হল আপনারা অসংরক্ষিত টিকিট কাটার ইউটিএস অ্যাপেও ভাড়া সংক্রান্ত (Fare cut on Ticket) সমস্ত নতুন খবরের আপডেট পেয়ে যাবেন। এদিকে আগের যত প্যাসেঞ্জার ট্রেন এখন এক্সপ্রেস নামে ছুটছে, সমস্ত ট্রেনেও এই নয়া ভাড়া প্রযোজ্য হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মধ্যরেল। কোভিড পরবর্তী সময়ে রেল কর্তৃপক্ষর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রবীর নাগরিকদের টিকিটে আর কোন ছাড় দেওয়া হবে না। এই সিদ্ধান্ত এখনো অব্যাহত রয়েছে।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে দেশের জনগণ আশা করেছিল প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় দেওয়ার পুরনো বন্দোবস্ত ফের চালু হতে পারে। কিন্তু এই ব্যাপারে এখনই কোন স্পষ্ট সিদ্ধান্ত নেবে না ভারতীয় রেল। ভাড়া সংক্রান্ত বিষয়ে কি বলেছেন ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব? তিনি বলেছেন ইতিমধ্যেই রেল ভাড়া সংক্রান্ত বিষয়ে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। বর্তমানে সমস্ত যাত্রী ৫৫ শতাংশ ছাড় পাবে অর্থাৎ তাদের খরচ হবে ১০০ টাকা। যদি কোনও জিনিসে ১০০ টাকা খরচ হয়, তাহলে সেটার দাম কত হওয়া উচিত? অবশ্যই ১০০ টাকার বেশি হবে। ধরুন যদি ১০৫ টাকা কিংবা ১১০ টাকা হয় রেলওয়ে আপনার থেকে ৪৫ টাকা নেবে।