নিজস্ব প্রতিবেদন : প্রতি বছর এই সময় কুয়াশার কারণে বাতিল করা হয়ে থাকে একাধিক দূরপাল্লার ট্রেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এই বছরও বাতিল করা হয়েছে কয়েক জোড়া দূরপাল্লার ট্রেন। কুয়াশার কারণে এই সকল ট্রেনগুলি বাতিল করা হয়েছে আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত। রেলের তরফ থেকে যে সকল ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে ৩২টি ট্রেন রয়েছে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল এবং পশ্চিম রেলের।
১২৩৫৭ এবং ১২৩৫৭ কলকাতা-অমৃতসর : ৩০ নভেম্বর থেকে আগামী বছর ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল প্রতি মঙ্গলবার এবং শনিবার।
১২৩৫৮ এবং ১২৩৫৮ অমৃতসর-কলকাতা : আগামী ২ ডিসেম্বর থেকে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাতিল থাকবে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার।
১৩৪২৯ এবং ০৩৪২৯ মালদহ টাউন-আনন্দ বিহার : আগামী ৩ ডিসেম্বর থেকে আগামী বছর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে প্রতি শুক্রবার।
১৩৪৩০ এবং ০৩৪৩০ আনন্দ বিহার-মালদহ টাউন : আগামী ৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে প্রতি শনিবার।
১১১০৬ এবং ০১১০৬ ঝাঁসি-কলকাতা : আগামী ৩ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে প্রতি শুক্রবার।
১১১০৫ এবং ০১১০৫ কলকাতা-ঝাঁসি : আগামী ৫ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে প্রতি রবিবার।
১৪০০৪ এবং ০৪০০৪ নয়াদিল্লি-মালদহ টাউন : আগামী ২ ডিসেম্বর থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার।
১৪০০৩ এবং ০৪০০৩ মালদহ টাউন-নয়াদিল্লি : আগামী ৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে প্রতি মঙ্গলবার এবং শনিবার।
১২৯৮৮ এবং ০২৯৮৮ আজমেঢ়-শিয়ালদহ : ১ ডিসেম্বর থেকে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
১২৯৮৭ এবং ০২৯৮৭ শিয়ালদহ-আজমেঢ় : আগামী ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে।
১২৩২৫ এবং ০২৩২৫ কলকাতা-নাঙ্গালড্যাম : আগামী ২ ডিসেম্বর থেকে আগামী বছর ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে প্রতি বৃহস্পতিবার।
১২৩২৬ এবং ০২৩২৬ নাঙ্গালড্যাম-কলকাতা : আগামী ৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে প্রতি শনিবার।
২২৮৫৭ সাঁতরাগাছি-আনন্দ বিহার এক্সপ্রেস : আগামী ৬ ডিসেম্বর থেকে আগামী বছর বাতিল থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
২২৮৫৮ আনন্দ বিহার-সাঁতরাগাছি : আগামী ৭ ডিসেম্বর থেকে আগামী বছর ১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে।
১২৮৭৩ হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস : ৩০ নভেম্বর থেকে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
১২৮৭৪ আনন্দ বিহার-হাতিয়া এক্সপ্রেস : ১ ডিসেম্বর থেকে আগামী বছর ১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে।
১৮১০৩ টাটানগর-অমৃতসর এক্সপ্রেস : আগামী বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
১৮১০৪ অমৃতসর-টাটানগর এক্সপ্রেস : ১ ডিসেম্বর থেকে আগামী বছর ২ মার্চ পর্যন্ত বাতিল থাকবে।
১২৩৫৬ পাটনা-রাঁচি এক্সপ্রেস : ডিসেম্বর থেকে আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল প্রতি শুক্রবার।
১২৩৬৬ রাঁচি- পাটনা এক্সপ্রেস : ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে প্রতি শুক্রবার।
০৯৪০৭ আমদাবাদ-বারাণসী সাপ্তাহিক স্পেশাল : আগামী ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
০৯৪০৮ বারাণসী-আমদাবাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
০৪৩০৯ উজ্জ্বয়নী-দেরাদুন দ্বি-সাপ্তাহিক : আগামী ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
০৪৩১০ দেরাদুন-উজ্জ্বয়নী দ্বি-সাপ্তাহিক : ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
০৯১১১ ভালসাদ-হরিদ্বার সাপ্তাহিক স্পেশাল : আগামী ৭ ডিসেম্বর থেকে নতুন বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
০৯১১২ হরিদ্বার-ভালসাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৮ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
০৯০১৭ বান্দ্রা টার্মিনাস-হরিদ্বার সাপ্তাহিক স্পেশাল : ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
০৯০১৮ হরিদ্বার-বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক স্পেশাল : আগামী ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
০৫০৬৮ বান্দ্রা টার্মিনাস-গোরখপুর সাপ্তাহিক স্পেশাল : আগামী ৩ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
০৫০৬৭ গোরখপুর-বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক স্পেশাল : আগামী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
০৯৪০৩ আমদাবাদ-সুলতানপুর সাপ্তাহিক স্পেশাল : আগামী ৭ ডিসেম্বর থেকে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
০৯৪০৪ সুলতানপুর-আমদাবাদ সাপ্তাহিক স্পেশাল : আগামী ৮ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।