নিজস্ব প্রতিবেদন : গত বছর মার্চ মাসে ঠিক এই ভাবেই স্তব্ধ হয়ে গিয়েছিল ভারতের গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবা। আর তারই প্রতিচ্ছবি যেন এবছর মে মাসে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনা ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১৪ দিনের জন্য লোকাল ট্রেন বন্ধ করলো পূর্ব রেল। তবে শুধু লোকাল ট্রেন নয়, এর পাশাপাশি ৬ জোড়া দূরপাল্লার প্যাসেঞ্জারও ট্রেন বাতিল করা হলো।
নতুন করে যে সকল প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে সেগুলির মধ্যে একাধিক ট্রেন রয়েছে পশ্চিমবঙ্গ থেকে বিহার এবং ঝাড়খন্ড। একাধিক ট্রেন রয়েছে আন্তঃরাজ্যের। জানা গিয়েছে, আগামী ৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য এই সকল ট্রেনগুলি বাতিল করা হচ্ছে। মূলত করোনা পরিস্থিতিতে যাত্রী সংখ্যা কমে যাওয়া এবং পরিচালনগত পরিকাঠামোর অভাব এই সকল ট্রেনগুলি বাতিল করা হচ্ছে।
Suburban Services of ER in West Bengal will remain suspended w.e.f. 6.5.2021. pic.twitter.com/nMx3u0McF4
— Eastern Railway (@EasternRailway) May 5, 2021
বাতিল ট্রেনের তালিকা
১) ০২০১৯ এবং ০২০২০ হাওড়া থেকে রাঁচি স্পেশাল এক্সপ্রেস।
২) ০৩০২৭ এবং ০৩০২৮ হাওড়া থেকে আজিমগঞ্জ স্পেশাল এক্সপ্রেস।
৩) ০৩০৪৭ এবং ০৩০৪৮ হাওড়া থেকে রামপুরহাট এক্সপ্রেস।
৪) ০৩১১৭ এবং ০৩১১৮ কলকাতা থেকে লালগোলা এক্সপ্রেস।
৫) ০৩৫০২ এবং ০৩৫০১ হলদিয়া থেকে আসানসোল স্পেশাল।
৬) ০৩১৮৭ এবং ০৩১৮৮ শিয়ালদহ থেকে রামপুরহাট স্পেশাল।
Discontinuation of services of few trains due to poor patronization pic.twitter.com/I9HPKQ1lkD
— Eastern Railway (@EasternRailway) May 3, 2021
[aaroporuntag]
প্রসঙ্গত, পূর্ব রেলের তরফ থেকে আগেই জানানো হয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে একাধিক স্পেশাল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে। ট্রেন বাতিল করার বিষয়ে তারা রেল বোর্ডের কাছে আবেদন পাঠায় এবং রেল বোর্ডের তরফ থেকে সম্মতি মিলতেই ধীরে ধীরে সেই সকল ট্রেনগুলি বাতিল করা হচ্ছে যেগুলিতে যাত্রী সংখ্যা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না।