নিজস্ব প্রতিবেদন : একঘেয়েমি কাজের বাইরে সুযোগ পেলেই ঘুরতে যেতে পছন্দ করেন প্রতিটি মানুষই। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি ঘুরতে যাওয়ার প্রবণতা রয়েছে বাঙ্গালীদের। যে কারণে বাঙালিদের নামের আগে ভ্রমণপিপাসু শব্দটি যোগ করা হয়। গরমের ছুটি হোক অথবা পূজো, ছুটি পেলেই বাঙালিরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন।
বর্তমানে গরমের ছুটি কাটিয়ে সবাই নিজের নিজের কাজে লেগে পড়লেও আগামী কয়েকদিন পরেই রয়েছে পুজোর ছুটি। পুজোর এই ছুটিতে যারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের এখন থেকেই বুকিং করার হিড়িক শুরু হয়ে গিয়েছে। তবে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বুকিং হলো ট্রেনের টিকিট (Train Ticket)। কেননা ওই সময় যাত্রীদের ব্যাপক চাপ থাকার কারণে কনফার্ম টিকিট পাওয়া খুব কঠিন হয়ে পড়ে।
কনফার্ম টিকিট পাওয়া কঠিন হলেও এবার ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে টিকিট বুকিংয়ের চিন্তা দূর করার জন্য নতুন একটি ব্যবস্থা গ্রহণ করল। পূর্ব রেলের তরফ থেকে সোমবার এই ব্যবস্থার কথা জানানো হয়েছে। জানানো হয়েছে, ২১ জুলাই পর্যন্ত যতগুলি রবিবার পড়ছে সেই রবিবারগুলিতেও সকালে শিফটে পূর্ব রেলের ৩৪টি ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ (PRS) খোলা থাকবে।
এমনিতে রবিবার প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বন্ধ থাকে। তবে পূর্ব রেল নতুন এই যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ জুন, ২ জুলাই, ৯ জুলাই এবং ১৬ জুলাই সকাল-সকাল গিয়ে পুজোর ট্রেনে টিকিট কেটে আসতে পারবেন যাত্রীরা। মূলত যাত্রীদের বাড়তি চাপ দূর করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত আসনের জন্য টিকিট চার মাস আগে থেকে বুকিং করা যায়। সেই অনুযায়ী আগামী ২২ জুন থেকে টিকিট বুকিং শুরু হয়ে যাবে এবারের দুর্গাপুজোর সময় বিভিন্ন রুটে যাতায়াত করা দূরপাল্লার ট্রেনগুলির। অনলাইন এবং অফলাইন অর্থাৎ স্টেশনে থাকা সংরক্ষিত টিকিট কাউন্টার থেকে টিকিট বুকিং করা যাবে।