লকডাউনের মাঝেই স্বস্তির খবর, দেশজুড়ে ট্রেন চালানোর প্রস্তুতি শুরু করলো রেল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদন : ২১ দিনের লকডাউন সমাপ্ত হবে আগামী ১৪ ই এপ্রিল রাত্রি ১২ টায়। আর তারপরেই রেল পরিষেবাকে সচল করতে প্রস্তুতি শুরু করে দিলো রেল কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতীয় রেলের সমস্ত পরিষেবা যাতে ১৫ই এপ্রিল থেকে শুরু করা যায় তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

দেশে লকডাউন শুরু হওয়ার আগেই জনতা কারফিউয়ের দিন থেকে ধাপে ধাপে রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করতে শুরু করেছিল। জনতা কারফিউয়ের দিন বন্ধ করা হয়েছিল সমস্ত রকম লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। হাতেগোনা কয়েকটি দূরপাল্লার ট্রেন তাদের গন্তব্যে পৌঁছায় যেগুলি সেদিন ভোর চারটের আগে রওনা দিয়েছিল। তারপরেই লকডাউন শুরু হওয়ার দিন থেকে বন্ধ হয় সমস্ত রকম রেল পরিষেবা। কেবলমাত্র সচল থাকে পণ্যবাহী ট্রেন, যাতে করে দেশে জরুরি পণ্যের কোনোরকম খামতি না ঘটে। তবে লকডাউন উঠে গেলে যাতে রেল পরিষেবা ব্যাহত না হয় তার জন্য কাজ শুরু করে দিলো রেল কর্তৃপক্ষ।

ভারতের সবথেকে বড় যোগাযোগ মাধ্যম হলো এই রেল পরিষেবা। ভারতীয় রেলে প্রতিদিন প্রায় ৩০ কোটি মানুষ যাতায়াত করেন। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় এই বিপদ যোগাযোগ মাধ্যমকে থামিয়ে দিতে হয় ভাইরাসের সংক্রমণ শৃংখল ভাঙতে। আর রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় স্তব্ধ হয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার লাইফ লাইন। আর এসবের মাঝে পিটিআইয়ের খবর অনুযায়ী রেল পরিষেবা নিয়ে স্বস্তি ফিরেছে ভারতীয়দের মধ্যে।

তবে পুনরায় রেল পরিষেবা চালু হওয়ার খবর এলেও ১০০% ট্রেন চালানোর বিষয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনরকম আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ হয়নি। পাশাপাশি কোথাও স্পষ্ট করে জানানো হয়নি সূচি মেনে প্রথম দিন থেকেই সমস্ত ট্রেন চলবে কিনা। এমনিতে স্বাভাবিক পরিষেবায় ভারতে প্রতিদিন প্রায় ১৩০০০ ট্রেন চলাচল করে।