একতলায় মাল, দোতলায় যাত্রী, অভিনব ট্রেন চালাবে ভারতীয় রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের তরফ থেকে গত কয়েক বছর ধরে দেশের ট্রেন পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে একাধিক নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সেই সকল পরিকল্পনার মধ্যেই দোতলা ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে সম্প্রতি যে অভিনব পরিকল্পনা নেওয়া হয়েছে তা হলো, এক তলায় থাকবে পণ্য এবং দোতলায় বসে যাত্রীরা সফর করবেন। দোতলা ট্রেন এই প্রথম ছুটবে এমনটা অবশ্য নয়। এর আগেও এই ধরনের দোতলা ট্রেনের দেখা মিলেছে। কিন্তু সেই সকল ট্রেনের জনপ্রিয়তা খুব একটা পাওয়া যায়নি।

Advertisements

অন্যদিকে লাইন জনিত সমস্যা অর্থাৎ একই রুটে বিভিন্ন ট্রেন চলাচল করার কারণে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় রেলকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলের এই পরিকল্পনা পণ্য পরিবহনের ক্ষেত্রে যুগান্তকারী এক পরিবর্তন আনবে। এর পাশাপাশি খরচ কমবে অনেকটাই।

Advertisements

এমন নতুন ধরনের ট্রেন চালানোর ক্ষেত্রে ভারতীয় রেল কেবলমাত্র পরিকল্পনা গ্রহণ করেছে এমনটা নয়, পরিকল্পনার পাশাপাশি রীতিমতো এই নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে ২০টি বগি তৈরি করা হচ্ছে, যে বগিগুলি দিয়ে দুটি ট্রেন চালানো হবে। এই ধরনের বগি বানাতে ভারতীয় রেলের খরচ হচ্ছে ১৬০ কোটি টাকা। আপাতত নির্দিষ্ট কিছু রুটেই এই ট্রেন চালানো হবে।

আগে দেশে অনেক সংখ্যক দোতলা ট্রেন চললেও সে সকল ট্রেনের জনপ্রিয়তা কম থাকায় তুলে নেয় ভারতীয় রেল। বর্তমানে দেশে ছয় জোড়া এমন দোতলা ট্রেন চলছে। তবে পণ্য ও যাত্রী এই দুই ধরনের দোতলা ট্রেন একেবারে নতুন পরিকল্পনা। নতুন এই পরিকল্পনা থেকে জানা যাচ্ছে এক একটি কামরায় সর্বোচ্চ ৭২ জন যাত্রী থাকতে পারবেন। পণ্য থাকবে সব মিলিয়ে ৪ থেকে ৫ টন।

Advertisements