নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে প্রতিদিন কোটি কোটি মানুষ গন পরিবহনের জন্য ট্রেন ব্যবহার করে থাকেন। ভ্রমণ হোক অথবা গুরুত্বপূর্ণ কাজে এই রেল পরিষেবা মানুষের জীবনে অপরিসীম। তবে এই রেল পরিষেবায় ভারতীয় রেলের তরফ থেকে বিভিন্ন নিয়ম রাখা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য।
দূরপাল্লার ট্রেনের সফর করার সময় অধিকাংশ যাত্রীই স্লিপার ক্লাস বুকিং করে থাকেন। এই স্লিপার ক্লাসে মিডিল ও লোয়ার বার্থে যে সকল যাত্রীরা টিকিট বুকিং করে ভ্রমণ করে থাকেন তাদের জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। অনেকে আবার সেই সকল নিয়ম না জানার কারণে অন্যান্য যাত্রীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অথবা জরিমানা সম্মুখীন হন। যে কারণে জেনে রাখা দরকার ট্রেনে সফর করার সময় মিডিল ও লোয়ার বার্থে কতক্ষণ ঘুমানো যায়।
ভারতীয় রেলের যে নিয়ম রয়েছে তাতে ট্রেনের স্লিপার ক্লাসে ভ্রমণ করার সময় ট্রেনের যাত্রীরা মিডিল ও লোয়ার বার্থে রাত্রি ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ঘুমাতে পারবেন। এই নিয়মের পরিপ্রেক্ষিতে যদি কোনো যাত্রী অন্যকোনো যাত্রীকে রাত্রি দশটার পর বার্থ উঠিয়ে ঘুমাতে না দিলে নালিশ জানাতে পারবেন।
একইভাবে নির্ধারিত সময়ের বাইরে কোনো যাত্রী যদি অন্য কোনো যাত্রীকে ঘুমানোর জন্য বসতে না দেন তাহলে তিনিও রেলকে নালিশ জানাতে পারবেন। এই নিয়ম মিডিল এবং লোয়ার বার্থে যাতায়াতকারী রেলযাত্রীদের মেনে চলতে হবে। মূলত সমস্ত রকম যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এমন নিয়ম জারি করেছে ভারতীয় রেল।
এছাড়াও রাতে ট্রেনে যাতায়াত করার সময় কোন যাত্রী রাত্রি দশটার পর উচ্চস্বরে ফোনে কথা বলতে পারবেন না। উচ্চস্বরে ফোনে কথা বলার পাশাপাশি গান ইত্যাদি উচ্চস্বরে বাজানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং সুষ্ঠুভাবে সফল করার জন্য প্রতিটি যাত্রীকে এই সকল নিয়ম মেনে চলতে হবে।