দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল যাত্রীবাহী ট্রেন চলাচল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেলের তরফ থেকে এবার অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকম যাত্রীবাহী ট্রেন চালানো বন্ধ রাখার ঘোষণা করা হলো। কেবলমাত্র স্পেশাল ট্রেনগুলি ছাড়া অন্য কোনো যাত্রীবাহী ট্রেন চলবে না বলে জানানো হলো রেলের তরফ থেকে। এযাবত রেল পরিষেবা বন্ধ রাখা নিয়ে নির্দিষ্ট একটি করে দিন ঘোষণা করা হচ্ছিল রেল মন্ত্রকের তরফ থেকে। কিন্তু মঙ্গলবার আর কোন দিন তারিখ নয়, পুনরায় কোনরকম নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

Advertisements

Advertisements

মঙ্গলবার রেল মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, নতুন করে আর কোন নির্দেশিকা জারি না করা পর্যন্ত ভারতীয় রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত রকম নিত্যদিনের প্যাসেঞ্জার ট্রেন, লোকাল ট্রেন, মেল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, মেট্রো রেল সমস্ত কিছু বন্ধ রাখার। কেবলমাত্র চলবে ২৩০ টি স্পেশাল ট্রেন। এছাড়াও মুম্বাই সরকারের তরফ থেকে তাদের অনুরোধ মত যে সকল নির্দিষ্ট পরিমাণ লোকাল ট্রেন চালানো শুরু করা হয়েছিল রেল মন্ত্রক সেগুলি চলবে।

Advertisements

প্রসঙ্গত গতকাল দেশজুড়ে রেল পরিষেবা বন্ধ রাখা নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়। রেলের একটি চিঠি ঘিরে সেই বিভ্রান্তির সূত্রপাত। যে চিঠিতে দেখা যায় লেখা রয়েছে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত রকম ট্রেন পরিষেবা বন্ধ রাখার বিষয়ে। আর সেই চিঠি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করতে রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয় তেমন কোন নির্দেশিকা রেলমন্ত্রক প্রকাশ করেনি। যার পরেই বিভ্রান্তি শুরু হলেও রেল মন্ত্রকের তরফ থেকে নতুন করে আর কিছু বলা হয়নি। এদিকে পূর্ব ঘোষণা মত দেশে রেল পরিষেবা বন্ধ রাখার অন্তিম তারিখ ১২ ই আগস্ট। তবে তার আগেই ১১ তারিখ অর্থাৎ মঙ্গলবার রেল মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হল অনির্দিষ্টকালের জন্য দেশে রেল পরিষেবা বন্ধ রাখার বিষয়ে।

ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে একপ্রকার ২২ শে মার্চ থেকে বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। মার্চ মাসের ২২ তারিখ রেল পরিষেবা বন্ধ থাকে জনতা কারফিউয়ের জন্য, এরপর দেশব্যাপী লকডাউন জারি হতেই স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। তবে ধীরে ধীরে দেশ আনলক পর্যায় পা রাখলেও ট্রেন চালানোর বিষয়ে এখনই কোনো ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় রেল। যে কারণে দেশজুড়ে হাতেগোনা কয়েকটি স্পেশাল ট্রেন ছাড়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যান্য ট্রেন পরিষেবায়।

Advertisements