১২ই মে থেকে চলবে স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন, রইলো রেলের ৫টি শর্ত

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতে যখন উদ্বেগ বাড়িয়ে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ ঠিক তখনই রবিবার ভারতীয় রেলের তরফ থেকে নতুন দিল্লি থেকে দেশের ১৫ টি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে প্রথম দফায় ১৫ জোড়া স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলি চালু হবে আগামী ১২ ই মে থেকে।

এই ১৫ জোড়া ট্রেন আপাতত চলবে নতুন দিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমদাবাদ ও জম্মু তাওয়াই পর্যন্ত। তবে এই স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালানো হলেও রেলের তরফ থেকে রাখা হয়েছে ৫টি গুরুত্বপূর্ণ শর্ত।

১) আগামী ১২ ই মে থেকে যে সকল স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে সেই ট্রেনগুলির টিকিট একমাত্র অনলাইনে কাটা যাবে। ১১ ই মে বিকেল ৪টের পর থেকে চালু হবে টিকিট বুকিং। টিকিট মিলবে কেবলমাত্র আইআরসিটিসির অফিশিয়াল ওয়েবসাইট www.irctc.co.in থেকে।

২) ১২ ই মে থেকে স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালু হলেও খোলা থাকবে না কোনরকম স্টেশনের টিকিট কাউন্টার। আগের মতোই টিকিট কাউন্টারগুলি বন্ধ থাকবে। ট্রেনে চাপার জন্য অনলাইনেই টিকিট বুকিং করতে হবে।

৩) রেল স্টেশনে ঢুকতে পারবেন একমাত্র বৈধ টিকিট আছে এমন যাত্রীরাই। বাকি অন্য কাউকে ট্রেনে চাপা তো দূরের কথা স্টেশনেও ঢুকতে দেওয়া হবে না।

৪) ট্রেনের প্রত্যেক যাত্রীকেই স্বাস্থ্যবিধি মেনে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে।

৫) স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে চাপার আগে প্রতিটি যাত্রীর স্ক্রিনিং করা হবে। যদি কোন যাত্রীর মধ্যে কোন রকম উপসর্গ থাকে তাহলে তাকে চাপতে দেওয়া হবে না।