Railways took a big step with Burdwan station under Amrit Bharat Scheme: ‘অমৃত ভারত প্রকল্প’ (Amrit Bharat Scheme)-এর ছোঁয়ায় পুনর্গঠন দেশের ১৩০৯ টি স্টেশনে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনস্থ বেশ কিছু স্টেশন। তারই তালিকাভুক্ত একটি স্টেশন হলো বর্ধমান স্টেশন। ইতিমধ্যেই অমৃতের আওতায় প্রথম পর্যায় সম্পূর্ণ হয়েছে। বর্ধমান রেলস্টেশনে পরিবর্তন হয়েছে স্টেশনের পরিকাঠামো থেকে শুরু করে যাত্রীদের নানান সুযোগ সুবিধায়।
যত দিন যাচ্ছে ততই অগ্রগতি হচ্ছে ভারতীয় রেল স্টেশনগুলিতে। যাত্রীদের সুবিধার্থে নানা সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে রেলের তরফে। সেই অনুযায়ী ‘অমৃত প্রকল্প’ (Amrit Bharat Scheme)‐এর ছোঁয়ায় পূর্ব রেলের আওতায় আধুনিকীকরণের প্রথম পর্যায় সম্পূর্ণ হয়েছে বর্ধমান রেলস্টেশনে। যা ট্রেন যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা এবং স্বাচ্ছন্দ্যতাকে এক নবযুগে প্রবেশ করিয়েছে। পশ্চিমবঙ্গের পরিবহন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম আধুনিক পরিবহন কেন্দ্র হয়ে উঠছে এই স্টেশন।
এই কর্মকাণ্ড সম্পর্কে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের ধারণা ‘অমৃত প্রকল্প’-এর আওতায় পুনঃনির্মিত বর্ধমান রেলস্টেশনের প্রাথমিক কার্যের সফলতা যাত্রীদের যে উন্নত পরিকাঠামো এবং সুবিধা প্রদান করবে তার উদাহরণ দেয়। এছাড়াও তিনি আরো বলেন যে, এই কাজের পরবর্তী পর্যায়গুলি স্টেশনের যাত্রীদের আরো উন্নত মানের সুযোগ-সুবিধা প্রদান করবে, যা তাদের অঙ্গীকারের জ্বলজ্যান্ত সাক্ষ্য হিসেবে পরিলক্ষিত হবে।
আরও পড়ুন ? PH Railway Station: কেন কিছু রেলস্টেশনের নামের পাশে লেখা থাকে PH
সূত্রের খবর, ‘অমৃত ভারত স্কিম’-এর প্রাথমিক পর্যায়ে ১৭.৬১ কোটি টাকা বিনিয়োগে অর্থাৎ ২৪% অর্থায়নে 45% কার্যসম্পাদন হয়েছে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। প্রথম ধাপে বর্ধমানের রেল স্টেশনে যে পরিবর্তনগুলি হয়েছে তা হলো নতুন স্টেশন নির্মাণ, যাত্রীদের যাতায়াতের পথ উন্নয়ন, প্ল্যাটফর্মগুলির পুনর্নির্মাণ, যাত্রী চলাচলের জন্য তৈরি ১২ মিটার চওড়া নতুন ফুট ওভার ব্রিজ, প্ল্যাটফর্মের আভ্যন্তরীণ সুযোগ-সুবিধা যেমন টিকিট কাউন্টার, শৌচাগার, ওয়েটিং হল, উচ্চমানের আলোর খুঁটি স্থাপন, খাবারের ব্যবস্থা, উন্নত মানের আলোকসজ্জা এবং নির্দেশিত সাইনাস ব্যবস্থার আধুনিকীকরণ হয়েছে। যা যাত্রীদের অত্যন্ত সুযোগ-সুবিধা এবং আরাম বৃদ্ধি করবে।
বর্ধমান রেলস্টেশনের এই আমূল পরিবর্তন ‘অমৃত ভারত স্কিম’ (Amrit Bharat Scheme)-এর মূল প্রতিচ্ছবি বলা চলে। যা যাত্রীদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে অঙ্গীকারবদ্ধ। আশা রাখছে প্রাথমিক পর্যায়ের পর বাকি ধাপগুলি এই প্রকল্পকে আরো বাস্তবায়ন করবে এবং নাগরিকদের নানান সুযোগ সুবিধা প্রদান করবে। তবে প্রথম ধাপে বাজিমাত করে বাকি ধাপগুলি কতটা কার্যকর হয় সেটাই দেখার।