নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালে কেন্দ্রে মোদি সরকার আসার পর বিভিন্ন ক্ষেত্রে নানান পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে স্বচ্ছতা আনার কাজ চালানো হয়। দেশের বিভিন্ন ক্ষেত্রে এই সকল পরিকল্পনা গ্রহণের পাশাপাশি রেল পরিষেবাকে সাজিয়ে তুলতে একাধিক আলাদা আলাদা পদক্ষেপ গ্রহণ করা হয়।
রেল পরিষেবা আরও সুন্দর করে তোলার, যাত্রীদের নিরাপত্তা আরও বৃদ্ধি করার জন্য এবং সুরক্ষা ব্যবস্থা আরও সুনিশ্চিত করার জন্য নতুন নতুন পরিকল্পনা নিচ্ছে ভারতীয় রেল। আসছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, বুলেট ট্রেন ইত্যাদি নানান ট্রেন। তবে বলতে খারাপ লাগলেও এটাই অতিবাস্তব যে, সরকার ভালো পরিষেবা দেওয়ার জন্য চেষ্টায় থাকলেও যাত্রীদের একাংশের মনোভাব রেল পরিষেবা কি নোংরা করে তুলছে।
দূরপাল্লার ট্রেনে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যাত্রীরা কেউ শৌচালয়ের কমোডে চায়ের কাপ, খাবারের প্যাকেট, খবরের কাগজ, ন্যাপকিন, পলি ব্যাগ ইত্যাদি আবর্জনা ফেলে দিচ্ছেন। এর পাশাপাশি আরও বেশ নোংরামো ভাব তো আছেই। এবার এই সকল ক্ষেত্রে নজরদারি শুরু করল ভারতীয় রেল।
এই সকল জায়গায় স্বচ্ছতা আনার জন্য এবার ভারতীয় রেল প্রথম দফায় নজরদারি চালাবে কেউ যাত্রীরা কেউ শৌচালয়ের কমোডে চায়ের কাপ, খাবারের প্যাকেট, খবরের কাগজ, ন্যাপকিন, পলি ব্যাগ ইত্যাদি আবর্জনা ফেলছে কিনা ইত্যাদির দিকে। প্রথমদিকে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য যাত্রীদের কাছে আবেদন করা হবে। তবে পরে এই ধরনের কাজ করা হলে জরিমানা ধার্য করা হবে বলে জানানো হয়েছে।
রেলওয়ের কথা অনুযায়ী, এখন ট্রেনে সবই বায়ো টয়লেট (Bio Toilet)। অতএব, পরিচ্ছন্নতা বজায় রাখার কথা যাত্রীদেরই। কারণ এটি তাঁরাই ব্যবহার করে থাকেন। অথচ কিছু ঘটনা এমন হয়েছে, যা মোটেই কাঙ্খিত নয়, জনস্বার্থ বিরোধীও।