নিজস্ব প্রতিবেদন : তীব্র গরমের পাশাপাশি আর্দ্রতাজনিত পরিস্থিতি দক্ষিণবঙ্গের বাসিন্দাদের অবস্থা নাজেহাল করে তুলেছে। আর এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা চাতকের মত তাকিয়ে রয়েছেন বৃষ্টির দিকে। দিনভর গরমের পর অবশেষে বেলা শেষে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে স্বস্তির খবর শোনানো হল।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস হিসাবে জানানো হয়েছে, বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের যে ৬ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলির হল বুধবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশকিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে সেই জেলাগুলিতেও বৃষ্টি পাশাপাশি ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, দুই দিনাজপুর।
[aaroporuntag]
প্রসঙ্গত, গত রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ তরতরিয়ে বাড়তে শুরু করে। হাওয়া অফিসের তরফ থেকে এই সময় পূর্বাভাস দেওয়া হয়েছিল তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার। আর সেই মত জেলাগুলির তাপমাত্রা বাড়তে থাকে। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পাশাপাশি শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টির প্রবণতা রয়েছে।