Weather Update South Bengal: গভীর নিম্নচাপের বৃষ্টির রেস কাটতে না কাটতেই ফের বৃষ্টির পূর্বাভাস, শুক্রবার ভাসবে দক্ষিণবঙ্গের ৫ জেলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ গভীর নিম্নচাপের কারণে লাগাতার একটানা বৃষ্টির মুখোমুখি হতে দেখা যায়। সেই বৃষ্টির রেস কেটেছে সোমবার দুপুরের পর থেকে। তবে গভীর নিম্নচাপের দৃষ্টির রেস কাটলেও নতুন করে শুক্রবার দক্ষিণবঙ্গের ৫ জেলা বৃষ্টিতে ভিজবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে (Weather Update South Bengal) জানানো হল। নতুন করে বৃষ্টির পূর্বাভাসের কারণে বহু মানুষ রয়েছেন যারা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন।

Advertisements

গত সপ্তাহের শুক্রবার থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তা মূলত ইদানিংকালে দেখা যায়নি। আর এমন বৃষ্টির পরিপ্রেক্ষিতে এখন দক্ষিণবঙ্গের বহু এলাকার বানভাসি। একদিকে বৃষ্টি আর অন্যদিকে বিভিন্ন জলাধার থেকে লাগাতার জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের বহু জায়গা রয়েছে যেগুলি জলের তলায় পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে গরম বাড়লেও নতুন করে বৃষ্টির পূর্বাভাস আশঙ্কায় ফেলছে বহু মানুষকেই।

Advertisements

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এখন বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই। আগামী শনিবার পর্যন্ত স্থান বিশেষে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া দপ্তর।

Advertisements

আরও পড়ুন : One Nation One Election: এক দেশ এক নির্বাচন হলে মিলবে কি কি সুবিধা

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকা স্বস্তি দিয়েছে বহু মানুষকে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তবে দক্ষিণবঙ্গের ৫ জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। যে পাঁচ জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই পাঁচ জেলা হলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম।

সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছিল। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ যেমন বাড়তে শুরু করেছে ঠিক সেই রকমই আবার বাড়তে শুরু করেছে গুমোট গরম। এমন পরিস্থিতিতে দু’এক জায়গায় দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি, তবে স্থান বিশেষে কোন কোন জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

Advertisements