নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার ভোররাত থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। ভোররাত থেকেই বৃষ্টি হয় বীরভূম, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলার বেশ কিছু অংশে। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও আগামী ৩ দিন টানা বৃষ্টির পূর্বাভাসের দিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে রাজ্যের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলার আবহাওয়ার পরিবর্তন ঘটবে। মঙ্গলবার বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, আর রাত হতেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত।
কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাঁচ জেলায়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান ও মেদিনীপুর, ঝাড়গ্রামে সহ বেশ কিছু জেলায় এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই বৃষ্টি বাড়বে বুধবার থেকে, পাশাপাশি বৃষ্টির সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে।
জলীয় বাষ্পপূর্ণ পূবালী গরম হাওয়ার সাথে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সংঘাতে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব। যে কারণে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে রাজ্যে। যার ফলেই টানা এই ৩ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৭৫ শতাংশ। শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। গত ২৪ ঘন্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৮ থেকে ৬৮ শতাংশ।