দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সর্তকতা জারি করল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণবাতের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকেছে সাগর থেকে। যে কারণে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। আর এই বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ নিয়ে সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের দুপুর ১ টার বুলেটিন অনুযায়ী জানানো হয়েছে, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মালদা জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে। যে কারণে বৃষ্টির পাশাপাশি ৬০% বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিগত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করেছি বৃষ্টির পাশাপাশি ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটেছে বিভিন্ন এলাকায়। আর যে কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। যে কারণে হাওয়া অফিসের আগাম এই সর্তকতা।

শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১° কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির কাছাকাছি। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস।