Advertisements

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাংলায় কতটা পড়বে প্রভাব, কি বলছে হওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে তার শক্তি বাড়াচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। দিন কয়েক আগে থেকেই হাওয়া অফিসের তরফ থেকে এই নিম্নচাপ এবং তার পরিস্থিতি নিয়ে নানান আপডেট দিতে শুরু করেছে। অনুমান করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে।

Advertisements

এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর প্রভাব লক্ষ্য করা যাবে ভারতের দক্ষিণ ভাগে। এর প্রভাবে আজ অর্থাৎ রবিবার থেকেই দক্ষিণ ভারতের কর্ণাটক, পুদুচেরি, তামিলনাড়ু, কেরল এবং আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় দক্ষিণ ভারত ছাড়া পশ্চিমবঙ্গের ওপর কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে তৈরি হচ্ছে নানান প্রশ্ন।

Advertisements

আলিপুর হাওয়া অফিস এবং কেন্দ্রীয় অফিসের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে তাতে জানা যাচ্ছে, আপাতত এই ঘূর্ণিঝড়ের কোন রকম প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়ার মতো কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে এর প্রভাব পড়বে বাংলাদেশের উপর। ২২ মার্চ বাংলাদেশের উপর এর প্রভাব লক্ষ্য করা যাবে।

Advertisements

আইএমডি-র তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের উপর নিম্নচাপ এলাকা পূর্ব-উত্তর-পূর্ব দিকে সরে গিয়েছে এবং এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২১ মার্চ এই গভীর নিম্নচাপটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আন্দামান থেকে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ২২ মার্চ উত্তর মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে এটি।

অন্যদিকে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আগামী কয়েকদিনের যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উপর এই নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে না। ২৩ মার্চ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং ২৪ মার্চ থেকে আকাশ আংশিক মেঘে ঢাকা পড়তে পারে।

Advertisements