টানা ৫ দিন বৃষ্টি, এরপরেই ঘূর্ণিঝড়, আশঙ্কায় বাংলা

নিজস্ব প্রতিবেদন : বৈশাখ মাসের শুরু থেকেই তরতরিয়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে বাংলা জুড়ে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণে বীতশ্রদ্ধ হয়ে ওঠে মানুষের জীবন। টানা ৫৯ দিন বৃষ্টি না হওয়ার পর এবং দিন সাতেক তাপপ্রবাহ চলার পর অবশেষে শুক্রবার বিভিন্ন জায়গায় বীরভূম সহ বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বৃষ্টি লক্ষ্য করা যায়।

শুক্রবারের পর শনিবার ফের কালবৈশাখী ও বৃষ্টি লক্ষ্য করা যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এরই মাঝে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি লক্ষ্য করা যাবে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে দাবদাহ কমে বৃষ্টির ছোঁয়া পাবে।

টানা ৫৯ দিন বৃষ্টি না হওয়ার পর শুক্রবার সন্ধ্যা থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হওয়ার পাশাপাশি ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। এই ঝড় বৃষ্টির পরেই অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ স্বাভাবিকে নামে। যদিও রবিবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও দিনভর আংশিক মেঘলা আকাশে কেটে যায়। সেই ভাবে বৃষ্টির দেখা কোথাও মেলেনি।

অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সোমবার অর্থাৎ ২ মে রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ। সোমবার এবং মঙ্গলবার রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদে। রাজ্যের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থানের পরিপ্রেক্ষিতে এই বৃষ্টির পূর্বাভাস।

অন্যদিকে আবার আগামী বুধবার অর্থাৎ ৪ মে থেকে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। পরদিন সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও অনুমান করছেন আবহাওয়াবিদরা। যদিও এর ওপর কড়া নজর রাখছে হাওয়া অফিস।