কালি পুজোতেও নিম্নচাপ! পুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : এবছর বর্ষাকালে বৃষ্টি হয়নি সেভাবে, অথচ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আগেই বৃষ্টি চিন্তার ভাঁজ পড়েছিল আপামর বাঙালির মনে। পুজোর সপ্তাহ খানেক আগে জোড়া ঘূর্ণাবর্তে নাজেহাল অবস্থা হয়েছিল পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সকলের। পূজোর দিনগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির দেখা দিয়েছিল রাজ্যজুড়ে, পাশাপাশি দশমীর দিন মুষলধারে বৃষ্টি দেখেছিল রাজ্য। আর এবার ঠিক কালী পুজোর আগেই নিম্নচাপের ভ্রুকুটি।

কালীপুজোর আনন্দ মাটি আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপের জেরে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ তৈরি হলে সেই নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে বয়ে প্রবেশ করতে পারে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল ধরে ভূভাগে।

তারপর এটি আরও উত্তর-পূর্ব দিকে সরে ঠিক কালীপুজোর সময় প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গে। যার জেরে কালিপুজোর সময় রাজ্যের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।