রাজ্যজুড়ে আজই বৃষ্টির পূর্বাভাস, তালিকায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দু’দিন আগেই আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার। আর এমন বৃষ্টির পূর্বাভাস বুধবার সকালেও দেওয়া হল। শীতের পালা শেষ করে বসন্ত জাগ্রত দ্বারে হলেও রাজ্যজুড়ে আজই একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisements

Advertisements

আর হাওয়া অফিসের পূর্বাভাস মত বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ একাধিক জেলায়। বুধবার ছাড়াও আগামী শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অফিসের তরফ থেকে। তবে বৃষ্টির পরিমাণ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বুধবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া সহ একাধিক জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। বৃষ্টি না হলেও হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

[aaroporuntag]
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রী সেলসিয়াস। শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৭.১ ডিগ্রী সেলসিয়াস।

Advertisements