নিমেষে বদলে যাবে আবহাওয়া, সাগরের ঘূর্ণাবর্ত বৃষ্টি নামাবে এই সব জেলায়

নিজস্ব প্রতিবেদন : সেপ্টেম্বর মাসেও গরম থেকে মুক্তি মিলছে না দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের। শুধু দক্ষিণবঙ্গ বললে ভুল হবে, কারণ আবার গত কয়েক দিনে উত্তরবঙ্গের (North Bengal) শিলিগুড়ি তাপমাত্রায় হার মানিয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিকেও। আসলে বৃষ্টি (Rain) হলেই স্বস্তি আর বৃষ্টি না হলেই অস্বস্তি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতেই ফের শুরু হয়েছে গরমের দাপট। তবে এরই মধ্যে ফের একবার বৃষ্টি বাড়বে এমনই জানানো হলো হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে।

হাওয়া অফিসের তরফ থেকে নতুন সপ্তাহে ফের একবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার বিষয়ে পূর্বাভাস দেওয়ার পাশাপাশি পূর্বাভাস দিয়েছে নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার। মূলত বৃষ্টি না হওয়ায় আদ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বাসিন্দাদের। রবিবার যেমন দক্ষিণ এবং উত্তরবঙ্গ শুষ্ক ছিল সোমবারও সেই রকমই বৃষ্টির দেখা মিলবে না বলেই জানানো হচ্ছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি সময়ে বাংলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (Bay of Bengal) একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলবর্তী যে সকল জেলা রয়েছে সেই সকল জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ১২ সেপ্টেম্বর উত্তর পশ্চিম এবং সংলগ্ন বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তৈরি হওয়া সেই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে। সেই মোতাবেক দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এর পাশাপাশি তাপমাত্রার পারদ ফের বৃদ্ধি পাবে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত ভারী বৃষ্টির কোন পূর্বাভাস না থাকলেও সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।