নিজস্ব প্রতিবেদন : আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত গোটা দেশে চলছে লকডাউন। নিজেদের প্রাণ বাঁচানোর স্বার্থেই এই লকডাউন আমাদের কার্যকর করতেই হবে। ঘরে থাকতে হবে। ঘরে থাকাটাই একমাত্র নিরাপদ এই মুহূর্তে। তাই পুলিশ প্রশাসন কড়াকড়ি শুরু করেছে। তাই সরকার বিজ্ঞাপন ও মাইকিং পদ্ধতিতে প্রচার করছেন মানুষকে সচেতন করতে। যাতে মানুষ ঘরে থাকেন।
একে করোনার ভয় তার মধ্যে গুমোট গরম। এই দুইয়ের জ্বালায় মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠার জোগাড়। তবে বুধবার সন্ধের দিকে মানুষ একটু স্বস্তি পেলো। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সাথে বইতে শুরু করলো ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস জারি করেছিলো যে বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানা জেলায় বিক্ষিপ্তভাবে বিজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম এইসব জেলাতে বৃষ্টির সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে।
বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বেহালা, সন্তোষপুর ইত্যাদি জায়গায় ঝড়বৃষ্টি শুরু হয়। আবার উলুবেড়িয়াতে শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের অনুমান ছিলো যে এদিন আকাশ স্বচ্ছ থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সেই অনুযায়ী সারাদিন ঝলমলে ছিলো। রোদের তেজ ছিল প্রখর। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি) সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস(যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি)। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিলো সর্বাধিক ৯৪ শতাংশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমান ছিলো ২১ শতাংশ।
আগামী দিনগুলির আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার অবধি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সাত জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কলকাতাসহ পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এই ঝড়বৃষ্টি হওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে দুটি ঘূর্ণাবর্ত উৎপত্তি।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তর পশ্চিমের শীতল হাওয়া ও পূবালি হওয়ার সংঘাতে বৃষ্টি হবে।
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা সহ ঝাড়গ্রাম এবং উওর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা থাকবে আকাশ। শুক্রবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে। আবহাওয়া দফতরের অনুমান, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও একটু বাড়বে।
পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের অন্যান্য অংশে তাপমাত্রা
উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী দিনে তাপমাত্রা বাড়বে আরও ২-৩ ডিগ্রি মতো। এইরকমই দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভবনা রয়েছে ওড়িশাতেও। কেরলে তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি মতো বাড়বে। আগামী কয়েক ঘণ্টায় জম্মু-কাশ্মীর-সহ উত্তর-পশ্চিম ভারতের কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল। রবিবারে একটি পশ্চিমী ঝঞ্ঝাও আসার সম্ভাবনা রয়েছে। এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর।