গরম থেকে মিলবে নিস্তার, আগামী ৫ দিন এই সকল জেলায় বৃষ্টির পূর্বাভাস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মার্চের শুরু থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে তরতরিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি শুরু হয়েছে ভ্যাপসা গরম। গোটা মার্চ মাস এই ভ্যাপসা গরমে কাটিয়ে দিল বঙ্গবাসী। তবে এবার সাময়িক হলেও এই ভ্যাপসা গরম থেকে নিস্তার মিলবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

Advertisements

সিকিম থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। এই অক্ষরেখার অবস্থানের ফলে আবহাওয়ার পরিবর্তন হয়েছে বাংলায়। প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে বঙ্গোপসাগর থেকে রাজ্যে। এর ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়।

Advertisements

অন্যদিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই শনি, রবি এবং সোমবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের শনিবার থেকে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

Advertisements

আগামীকাল অর্থাৎ শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫° বা তার আশেপাশে থাকলে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতন অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬° বা তার আশেপাশে থাকবে।

হাওয়া অফিসের তরফ থেকে পেশ করা পূর্বাভাসে জানানো যাচ্ছে আগামী রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং নদিয়ায়। বাকি দিনগুলি এই জেলাগুলি মেঘলা আকাশে ঢাকা থাকবে।

Advertisements